শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ত্রিভুবনে ফের ছিটকে পড়ল বিমান

প্রতিদিন ডেস্ক

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে আবারও একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৬৬ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। সূত্র : অনলাইন। গতকাল দক্ষিণাঞ্চলীয় নেপাল থেকে কাঠমান্ডু পৌঁছে অবতরণের সময় এ ঘটনা ঘটে। এ সময়   রানওয়ে থেকে ১৫ মিটার দূরে ছিটকে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। এ ঘটনার পর সাময়িক বন্ধ থাকে বিমানবন্দরটি। ত্রিভুবন বিমানবন্দরের মহা-ব্যবস্থাপক রাজকুমার ছেত্রী গণমাধ্যমকে বলেন, প্লেনটিকে সরিয়ে বিমানবন্দর আবার চালু করতে কাজ করছে উদ্ধারকারী দল।

তবে ভারি বৃষ্টিতে ওই এলাকা কর্দমাক্ত হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছিল। উল্লেখ্য, ত্রিভুবন বিমানবন্দরের রানওয়েতে গত বছরের  সেপ্টেম্বরে একটি অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমান ছিটকে পড়ে। কয়েকমাস আগে এই বিমানবন্দরেই ১৩৯ যাত্রী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছিল।

 

সর্বশেষ খবর