সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

অধ্যাপক ফারুকের পক্ষে ছাত্র-শিক্ষকদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পাস্তুরিত দুধে এন্টিবায়োটিকের উপস্থিতি পরীক্ষা করে শাস্তির মুখে পড়তে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ব ম ফারুকের পক্ষে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

গতকাল দুপুরে রাজু ভাস্কর্যের সামনে ‘নিরাপদ খাদ্য চাই, ফারুক স্যারের পাশে দাঁড়াই’ ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে বক্তারা অধ্যাপক ফারুককে হয়রানি না করার অনুরোধ এবং যারা হয়রানি করছেন তাদের বিচারের দাবি জানান। বক্তারা বলেন, ‘একজন দায়িত্ববান মানুষ হিসেবে তিনি দুধে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক থাকার কথা জনগণকে জানিয়েছেন। এ জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়াচ্ছে না। আমরা এই মহান মানুষটির পাশে আছি। একই সঙ্গে যারা তাকে হুমকি দিচ্ছে, তাদের সুষ্ঠু বিচার দাবি করছি।’ মানববন্ধনে বক্তব্য রাখেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. আবদুুর জাহের, ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বি এম লিপি আক্তার, ওয়াসার দূষিত পানি নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মিজানুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চয়ন বড়ুয়াসহ টিএসসির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

সর্বশেষ খবর