বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
রেলওয়ে থানায় গণধর্ষণ

তদন্তে আরও সময় চাইল কমিটি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রেলওয়ে (জিআরপি) থানায় আটকের পর এক নারীকে গণধর্ষণের অভিযোগে গঠিত রেলওয়ে পুলিশের তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের জন্য আরও ১৫ দিন সময় চেয়েছে। তদন্ত টিমের প্রধান ও কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের হওয়া নির্যাতনের মামলায়ও তদন্তকারী কর্মকর্তা হিসেবে এএসপি ফিরোজ আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল তিনি মামলার বাদী ও পুলিশের দেওয়া মাদক মামলায় কারাগারে থাকা ওই নারীকে জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে আবেদন করেছেন। গত শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে রেলওয়ে থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করেন, মামলা নং-০৩ (তাং ১০/০৮/১৯ইং)। কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ জানান, হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এ ছাড়া সংশ্লিষ্ট আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্যগ্রহণের প্রয়োজন রয়েছে। এ কারণে প্রতিবেদন দাখিলের জন্য ১৫ দিনের সময় চেয়ে রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলের এসপি বরাবর আবেদন করা হয়েছে। গত মঙ্গলবার তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত ছিল। প্রসঙ্গত, গত ২ আগস্ট রাতে ওই নারীকে আটকের পর জিআরপি থানার মধ্যে ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করেন বলে অভিযোগ ওঠে। ৩ আগস্ট মাদক মামলায় তাকে আদালতে পাঠালে সেখানে ধর্ষণের অভিযোগ জানালে আদালতের নির্দেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করান হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর