শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ গার্মেন্ট শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

কারখানা বন্ধের পর বকেয়া বেতনের দাবিতে গতকাল আবারও রাজধানীর কল্যাণপুর-গাবতলী সড়ক অবরোধ করেন গার্মেন্ট শ্রমিকরা। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে সড়ক থেকে উঠিয়ে দেয়। সন্ধ্যায় তাদের পাওনা পরিশোধ নিয়ে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও বিজিএমইএ প্রতিনিধিরা বৈঠকে বসেন। এর আগে বুধবার পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেওয়ায় শ্যামলী থেকে কল্যাণপুরগামী সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বকেয়া পরিশোধ না করে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। ঈদের পর খোলার দিন এসে কারখানা বন্ধের নোটিস দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন আলিফ অ্যাপেয়ারেলস ১, ২ ও আলিফ গার্মেন্টসের কর্মীরা। দাবি আদায়ে গতকাল আবারও রাস্তায় নামলে পুলিশ লাঠিপেটা করে উঠিয়ে দেয়। মালিকপক্ষ ঢাকা থেকে কারখানা চাঁদপুরে নিয়ে যাচ্ছে বলে তারা জানতে পেরেছেন। আদাবর থানার পরিদর্শক (অপারেশন) শরীফুল ইসলাম বলেন, ‘মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে বিজিএমইএর বৈঠকে এ বিষয়ে একটা সমাধান বেরিয়ে আসবে বলে আশা করছি।’

সর্বশেষ খবর