সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পায়ের আওয়াজ পাওয়া যায়

সাংস্কৃতিক প্রতিবেদক

পায়ের আওয়াজ পাওয়া যায়

প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চায়ন করেছে নাটকের দল থিয়েটার। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। আবদুল্লাহ-আল-মামুন নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, তোফা হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব, খুরশিদ আলম, নুরুল ইসলাম, রাশেদুল আওয়াল শাওন, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, রুনা লায়লা, তানভীর হোসেন সামদানী প্রমুখ।

‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ প্রতিযোগিতা শুরু : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে বঙ্গবন্ধু বিষয়ক বই প্রদর্শনী ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ প্রতিযোগিতা। বাংলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল দিয়ে সাজানো হয়েছে পাঁচদিনের এ বই প্রদর্শনী। এতে প্রয়োজনীয় বইটিও কিনতে পারবেন অনুষ্ঠানে আগতরা। গতকাল সকালে একাডেমির চিত্রশালা প্লাজায় এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি সচিব আবু হেনা মোস্তফা কামাল। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর