রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬০৭ ডেঙ্গু রোগী

প্রতিদিন ডেস্ক

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬০৭ ডেঙ্গু রোগী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬০৭ জন। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৭ রোগী। এর আগে শুক্রবার ২৪ ঘণ্টায় ৭৯৩ জন ভর্তি হয়েছিলেন।

এদিকে বরিশাল থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বরিশাল শেরেবাংলা মেডিকেলে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। গতকাল সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১০৫ জন ডেঙ্গু রোগী। এর আগের দিন শুক্রবার চিকিৎসাধীন ছিলেন ৮৪ জন রোগী। হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। যার মধ্যে পুরুষ ১১ জন, নারী ১৮ জন এবং ৪ জন শিশু।

সর্বশেষ খবর