বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব!

রাখাইনে ছয় লাখ রোহিঙ্গা গণহত্যার ঝুঁকিতে : জাতিসংঘের প্রতিবেদন

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের রাখাইনে যে বিপুলসংখ্যক রোহিঙ্গা রয়ে গেছে, তারা গণহত্যার চরম ঝুঁকিতে রয়েছে। রাখাইনে এখনো ছয় লাখের মতো রোহিঙ্গা বসবাস করছে। জাতিসংঘের তদন্তকারীরা মিয়ানমার পরিস্থিতি নিয়ে সোমবার এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানিয়েছেন। একই সঙ্গে তদন্তকারীরা বলেছেন, মিয়ানমারে বর্তমান যে পরিস্থিতি, তাতে বিতাড়িত হওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার নিজভূমে প্রত্যাবাসনের বিষয়টি ‘অসম্ভবই’ হয়ে আছে। খবর এএফপির। মিয়ানমার নিয়ে তদন্তকারীরা যে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছেন, তা জেনেভায় উপস্থাপন করার কথা। এর আগে গত বছর মিয়ানমার নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গঠিত তথ্যানুসন্ধান মিশন ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী পরিচালিত দমন অভিযানকে গণহত্যা বলে উল্লেখ করে এবং মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংসহ শীর্ষস্থানীয় জেনারেলদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়। ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর ওই অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা। অভিযানকালে সেনাবাহিনী ও তাদের সহযোগী হিসেবে স্থানীয় উগ্রপন্থী রাখাইন বৌদ্ধদের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকা , ধর্ষণ, নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সর্বশেষ খবর