ক্যাসিনোকান্ডে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও তার ভাই থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ পৃথক দুটি মামলা করে দুদক। মামলার অন্য দুই আসামি হলেন ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ ওরফে আজাদ রহমান ও এনামুলের বন্ধু হিসেবে পরিচিত হারুন অর রশিদ। মামলায় এই আসামিদের বিরুদ্ধে মোট ৩৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এনামুল হকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী। রূপন ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছেন সহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজী। এর আগে মঙ্গলবার দুদক এই দুই মামলার অনুমোদন দেয়। জানা গেছে, এনামুল হক বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাকে অবৈধ অর্থ অর্জনে সহায়তা করেছেন আবুল কালাম আজাদ ওরফে আজাদ রহমান ও হারুন অর রশিদ। অন্যদিকে এনামুলের ভাই রূপন ভূঁইয়ার অবৈধ সম্পদের পরিমাণ ১৪ কোটি ২১ লাখ। দুদকের অনুসন্ধান সূত্রের তথ্যমতে, আয়কর নথি, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও গোপন সূত্রে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, আসামিদের এই অর্থ তাদের বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ সেপ্টেম্বর এনামুল হক ও রূপন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে টাকা ও গয়না জব্দ করার পর ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ ও হারুন অর রশিদের বাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানে মোট ৫ কোটি ৫ লাখ টাকা, ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও ৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র্যাব। অভিযান শেষে র্যাব জানিয়েছিল, এনামুল হক ও রূপন ভূঁইয়া ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার। ওয়ান্ডারার্স ক্লাব থেকে ক্যাসিনোর টাকা এনে এনামুলের বাসায় রাখা হতো। কিন্তু বিপুল পরিমাণ টাকা রাখার জায়গা হতো না। তাই টাকা দিয়ে তিনি স্বর্ণালঙ্কার কিনতেন।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে