বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় রুমমেট মিজানুর রহমানকে পাঁচ দিনের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম বাবী বিল্লাহ এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান এ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে মিজানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামি মিজান বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। উল্লেখ্য, আবরার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ অক্টোবর তার রুমমেট মিজানকে আটক করা হয়। তবে মিজান অসুস্থ থাকায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এরপর থেকে কারাগারে ছিলেন মিজান।