শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সৌদি থেকে ফেরা অব্যাহত

এক সপ্তাহে ফিরলেন ৯৩০ জন

নিজস্ব প্রতিবেদক

পুলিশি অভিযানের মুখে সৌদি আরব থেকে বাংলাদেশি শ্রমিকদের ফেরা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইটেই ফিরেছেন ১১৩ জন বাংলাদেশি। এ নিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরলেন ভাগ্য বদলের আশায় পরিবার-পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমানো ৯৩০ জন শ্রমিক। আর চলতি বছরের ১০ মাসে সৌদি থেকে ফিরলেন ২০ হাজার ৬৯২ বাংলাদেশি। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীকল্যাণ ডেস্ক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন প্রোগ্রাম এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ফেরা শ্রমিকদের কেউ ফিরেছেন খালি পায়ে, কেউ শ্রমিকের পোশাকে শূন্য হাতে। ধার-দেনা করে সৌদি আরব যাওয়ার চার মাসের মাথায় বৈধ আকামা থাকার পরও ধরে ফেরত পাঠিয়ে দিয়েছে বলে জানান  কিশোরগঞ্জের আহসান। রেজাউল ও বাবুল জানান, কোম্পানি থেকে কাজ শেষে ফেরার পথে রাস্তা থেকে পুলিশ তাদের আটক করে। বৈধ আকামা থাকার পরও দেশে পাঠিয়ে দেয়। কুষ্টিয়ার কামাল হোসেন বলেন, সাত লাখ টাকা খরচ করে দেড় বছর আগে  সৌদি যান তিনি। কাজ করতেন একটি দোকানে। কাজ থেকে  ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় কফিলকে (নিয়োগকর্তা) ফোন দিলে তিনি কোনো দায়িত্ব নেননি। গত সপ্তাহে ফিরে আসা ৯৩০ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৫৩৪ জনকে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছে। যারা ফিরছেন তাদের সবাই প্রায় খালি হাতে, এক কাপড়ে ফিরে আসছেন। দূতাবাস ও সরকারকে বিষয়গুলো খতিয়ে  দেখতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর