পুলিশি অভিযানের মুখে সৌদি আরব থেকে বাংলাদেশি শ্রমিকদের ফেরা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইটেই ফিরেছেন ১১৩ জন বাংলাদেশি। এ নিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরলেন ভাগ্য বদলের আশায় পরিবার-পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমানো ৯৩০ জন শ্রমিক। আর চলতি বছরের ১০ মাসে সৌদি থেকে ফিরলেন ২০ হাজার ৬৯২ বাংলাদেশি। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীকল্যাণ ডেস্ক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন প্রোগ্রাম এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ফেরা শ্রমিকদের কেউ ফিরেছেন খালি পায়ে, কেউ শ্রমিকের পোশাকে শূন্য হাতে। ধার-দেনা করে সৌদি আরব যাওয়ার চার মাসের মাথায় বৈধ আকামা থাকার পরও ধরে ফেরত পাঠিয়ে দিয়েছে বলে জানান কিশোরগঞ্জের আহসান। রেজাউল ও বাবুল জানান, কোম্পানি থেকে কাজ শেষে ফেরার পথে রাস্তা থেকে পুলিশ তাদের আটক করে। বৈধ আকামা থাকার পরও দেশে পাঠিয়ে দেয়। কুষ্টিয়ার কামাল হোসেন বলেন, সাত লাখ টাকা খরচ করে দেড় বছর আগে সৌদি যান তিনি। কাজ করতেন একটি দোকানে। কাজ থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় কফিলকে (নিয়োগকর্তা) ফোন দিলে তিনি কোনো দায়িত্ব নেননি। গত সপ্তাহে ফিরে আসা ৯৩০ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৫৩৪ জনকে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছে। যারা ফিরছেন তাদের সবাই প্রায় খালি হাতে, এক কাপড়ে ফিরে আসছেন। দূতাবাস ও সরকারকে বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ