পুলিশি অভিযানের মুখে সৌদি আরব থেকে বাংলাদেশি শ্রমিকদের ফেরা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইটেই ফিরেছেন ১১৩ জন বাংলাদেশি। এ নিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরলেন ভাগ্য বদলের আশায় পরিবার-পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমানো ৯৩০ জন শ্রমিক। আর চলতি বছরের ১০ মাসে সৌদি থেকে ফিরলেন ২০ হাজার ৬৯২ বাংলাদেশি। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীকল্যাণ ডেস্ক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন প্রোগ্রাম এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ফেরা শ্রমিকদের কেউ ফিরেছেন খালি পায়ে, কেউ শ্রমিকের পোশাকে শূন্য হাতে। ধার-দেনা করে সৌদি আরব যাওয়ার চার মাসের মাথায় বৈধ আকামা থাকার পরও ধরে ফেরত পাঠিয়ে দিয়েছে বলে জানান কিশোরগঞ্জের আহসান। রেজাউল ও বাবুল জানান, কোম্পানি থেকে কাজ শেষে ফেরার পথে রাস্তা থেকে পুলিশ তাদের আটক করে। বৈধ আকামা থাকার পরও দেশে পাঠিয়ে দেয়। কুষ্টিয়ার কামাল হোসেন বলেন, সাত লাখ টাকা খরচ করে দেড় বছর আগে সৌদি যান তিনি। কাজ করতেন একটি দোকানে। কাজ থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় কফিলকে (নিয়োগকর্তা) ফোন দিলে তিনি কোনো দায়িত্ব নেননি। গত সপ্তাহে ফিরে আসা ৯৩০ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৫৩৪ জনকে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছে। যারা ফিরছেন তাদের সবাই প্রায় খালি হাতে, এক কাপড়ে ফিরে আসছেন। দূতাবাস ও সরকারকে বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।
শিরোনাম
- শেখ হাসিনার রায় পড়া শুরু
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
সৌদি থেকে ফেরা অব্যাহত
এক সপ্তাহে ফিরলেন ৯৩০ জন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর