পুলিশি অভিযানের মুখে সৌদি আরব থেকে বাংলাদেশি শ্রমিকদের ফেরা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইটেই ফিরেছেন ১১৩ জন বাংলাদেশি। এ নিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরলেন ভাগ্য বদলের আশায় পরিবার-পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমানো ৯৩০ জন শ্রমিক। আর চলতি বছরের ১০ মাসে সৌদি থেকে ফিরলেন ২০ হাজার ৬৯২ বাংলাদেশি। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীকল্যাণ ডেস্ক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন প্রোগ্রাম এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ফেরা শ্রমিকদের কেউ ফিরেছেন খালি পায়ে, কেউ শ্রমিকের পোশাকে শূন্য হাতে। ধার-দেনা করে সৌদি আরব যাওয়ার চার মাসের মাথায় বৈধ আকামা থাকার পরও ধরে ফেরত পাঠিয়ে দিয়েছে বলে জানান কিশোরগঞ্জের আহসান। রেজাউল ও বাবুল জানান, কোম্পানি থেকে কাজ শেষে ফেরার পথে রাস্তা থেকে পুলিশ তাদের আটক করে। বৈধ আকামা থাকার পরও দেশে পাঠিয়ে দেয়। কুষ্টিয়ার কামাল হোসেন বলেন, সাত লাখ টাকা খরচ করে দেড় বছর আগে সৌদি যান তিনি। কাজ করতেন একটি দোকানে। কাজ থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় কফিলকে (নিয়োগকর্তা) ফোন দিলে তিনি কোনো দায়িত্ব নেননি। গত সপ্তাহে ফিরে আসা ৯৩০ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৫৩৪ জনকে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছে। যারা ফিরছেন তাদের সবাই প্রায় খালি হাতে, এক কাপড়ে ফিরে আসছেন। দূতাবাস ও সরকারকে বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ