পুলিশি অভিযানের মুখে সৌদি আরব থেকে বাংলাদেশি শ্রমিকদের ফেরা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইটেই ফিরেছেন ১১৩ জন বাংলাদেশি। এ নিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরলেন ভাগ্য বদলের আশায় পরিবার-পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমানো ৯৩০ জন শ্রমিক। আর চলতি বছরের ১০ মাসে সৌদি থেকে ফিরলেন ২০ হাজার ৬৯২ বাংলাদেশি। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীকল্যাণ ডেস্ক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন প্রোগ্রাম এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ফেরা শ্রমিকদের কেউ ফিরেছেন খালি পায়ে, কেউ শ্রমিকের পোশাকে শূন্য হাতে। ধার-দেনা করে সৌদি আরব যাওয়ার চার মাসের মাথায় বৈধ আকামা থাকার পরও ধরে ফেরত পাঠিয়ে দিয়েছে বলে জানান কিশোরগঞ্জের আহসান। রেজাউল ও বাবুল জানান, কোম্পানি থেকে কাজ শেষে ফেরার পথে রাস্তা থেকে পুলিশ তাদের আটক করে। বৈধ আকামা থাকার পরও দেশে পাঠিয়ে দেয়। কুষ্টিয়ার কামাল হোসেন বলেন, সাত লাখ টাকা খরচ করে দেড় বছর আগে সৌদি যান তিনি। কাজ করতেন একটি দোকানে। কাজ থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় কফিলকে (নিয়োগকর্তা) ফোন দিলে তিনি কোনো দায়িত্ব নেননি। গত সপ্তাহে ফিরে আসা ৯৩০ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৫৩৪ জনকে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছে। যারা ফিরছেন তাদের সবাই প্রায় খালি হাতে, এক কাপড়ে ফিরে আসছেন। দূতাবাস ও সরকারকে বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।
শিরোনাম
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
সৌদি থেকে ফেরা অব্যাহত
এক সপ্তাহে ফিরলেন ৯৩০ জন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর