মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
মন্ত্রিসভা বৈঠক

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইন ২০১৯-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।  মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মধ্য দিয়ে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্ব সৃষ্টির লক্ষ্যে সরকার ২০১৫ সালে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন (পিপিপি আইন) প্রণয়ন করে। আইনটি বাস্তবায়ন পর্যায়ে প্রাপ্ত অভিজ্ঞতার আলোক কিছু সংশোধনী প্রয়োজন। সরকার এটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। এদিকে গতকালের বৈঠকে মন্ত্রিসভা সদ্য প্রয়াত চট্টগ্রামের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সভার শুরুতে বিবিধ আলোচনায় জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বাদল ভারতের বেঙ্গালুরুর নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোরে মারা যান।

সর্বশেষ খবর