বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

খোঁজ পাওয়া যাচ্ছে না সৌদি রাজকন্যার

প্রতিদিন ডেস্ক

খোঁজ পাওয়া যাচ্ছে না সৌদি রাজকন্যার

মানবাধিকার নিয়ে কাজ করার জন্য সুপরিচিত সৌদি রাজকন্যা বাসমাহ বিন্তর খোঁজ পাওয়া যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। সূত্র : ডয়চে ভেলে। প্রাপ্ত খবর অনুযায়ী, বাসমাহ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাংবিধানিক সংস্কার এবং মানবাধিকার নিয়ে কথা বলছিলেন। অভিযোগ রয়েছে, এ কারণে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ক্রোধের শিকার হচ্ছিলেন। এরকম শিকার হওয়া রাজপরিবারের অনেককেই হত্যা, গুম, কারাবন্দী ও হুমকির শিকার হতে হয়েছে। বাসমাহর ভাগ্যেও সে ধরনের কিছু ঘটছে কিনা- পরিষ্কার নয়। কোনো কোনো সূত্র মতে, তাকে আইনি প্রক্রিয়া ছাড়াই রিয়াদে গৃহবন্দী করে রাখা হয়ে থাকতে পারে। রাজকন্যার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ‘বাসমাহ চাইলেও তার বক্তব্য প্রকাশ করতে পারছেন না, কেননা তার সমস্ত যোগাযোগের ওপর নজর রাখা হয়েছে।’ নিরাপত্তার স্বার্থে ওই ব্যক্তি নাম প্রকাশ করতে চাননি।

তবে বাসমাহর বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে বাসমাহর যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী লিওনার্ড বেনেট বলেছেন, ‘তার (বাসমাহ) কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ জানে না তিনি কোথায় আছেন। আমরা প্রকৃতপক্ষে খারাপ কিছুর আশঙ্কা করছি।’ বেনেট জানান, কয়েক দফা ফোন কল করার পর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলেও তিনি তেমন কিছু বলেননি। বাসমাহর কথা শুনে মনে হয়েছে তিনি বন্দী অবস্থায় রয়েছেন। উল্লেখ্য, বাসমাহ সাবেক সৌদি রাজার ১১৫ সন্তানের একজন। এই পরিবারের একটি অংশকে বর্তমান রাজা সালমান ও তার পুত্রের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়। বর্তমান সৌদি রাজপরিবারের মোট ১৪ হাজার সদস্য রয়েছেন, যাদের মধ্যে ক্ষমতা বিস্তারের জন্য বেশ কয়েকটি বিভাজন রয়েছে।

সর্বশেষ খবর