শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

দুর্লভ কালাপিঠ চেরালেজি

নাটোর প্রতিনিধি

দুর্লভ কালাপিঠ চেরালেজি

দেশের বৃহৎ চলনবিলের প্রাণকেন্দ্র নাটোরের গুরুদাসপুরের চিরসবুজ বনের নদী, বিল, জলাশয় বা ঝিরি-ছড়া-ঝরনার আশপাশে ঘুরে বেড়াতে দেখা যায় দুর্লভ ‘কালাপিঠ-চেরালেজি’ পাখি। পরিবেশকর্মী মো. আখলাকুজ্জামান জানান, কালাপিঠ-চেরালেজি লম্বায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এটি পতঙ্গভুক পাখি। দেখতে অনেকটা দোয়েলের মতো। দীর্ঘলেজ। মাথা, গলা ও পিঠ কালো। কপাল সাদা। বুক ও পেট সাদা এবং চোখ বাদামি। এদের চঞ্চুও সাদা। কালাপিঠ-চেরালেজি পাখিরা পানিতে থাকা পাথর-ইট ও পাড়ে দাঁড়িয়ে একা খাবার খোঁজে। পানির পোকা ও কেঁচো খেতে পছন্দ করে। এদের পাহাড়ি ছড়া বা জলাশয়ের ধারে একা বা জোড়ায় ঘুরে বেড়াতে বেশি দেখা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর