আশিকুর রহমান (ছদ্মনাম)। তিনি আইটি এক্সপার্ট। বিদেশ থেকে এসে সার্চ ইঞ্জিন বিষয়ে তার সার্ভিস দেশে দেবেন বলে বিভিন্ন গ্রুপে পোস্ট দেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন তাকে ইনবক্সে যোগাযোগ করে। তাকে বলে তার কিছু সাইট আছে, যেগুলো গুগলের প্রথম পেজে নিয়ে আসতে হবে। তিনি তার বাজেট বলেন। সেই লোক তাকে তার জেলায় যেতে বলে, যেহেতু বাজেট বেশ বড়। সামনা সামনি আলোচনা করে বিষয়টি ফাইনাল করতে চায়। আশিক সরল বিশ্বাসে সেখানে যান। তাকে একটা ফ্ল্যাটের ঠিকানা দিয়ে সেখানে আসতে বলে। তিনি সেই ফ্ল্যাটে যাওয়ার পরপরই তাকে কয়েকজন ধরে ফেলে, চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। তার মোবাইল, মানিব্যাগ কেড়ে নেয়। বেশ মারধরও করে। এক্সপার্ট অনেক কাকুতি-মিনতি করেন, বলে ভাই আমার যা আছে নিয়ে নেন, কিন্তু আমাকে ছেড়ে দেন। জানে মারবেন না। তাকে বলল ঠিক আছে, তোকে ছেড়ে দিতে পারি এক শর্তে, আমাদের ৪টা ওয়েবসাইট আছে, এগুলো গুগলের প্রথম পেজে এনে দিবি, সময় মাত্র ২৪ ঘণ্টা, তাহলেই তোকে ছেড়ে দেব। আইটি এক্সপার্ট আশিক পুরাই অবাক। তিনি বললেন, ভাই একটা সাইট গুগলের প্রথম পেজে আনতে গেলে মিনিমাম ৬ মাস লাগবে। একপর্যায়ে তার কাছ থেকে টাকা-পয়সা রেখে বাসে উঠিয়ে দেয়। আইটি বিশেষজ্ঞ ফরমান আলী বলেন, বর্তমান আইসিটি আইন অনেক কঠোর এবং এর একটি ধারা আছে অনলাইন প্রতারণা সংক্রান্ত। কাজেই কেউ যদি ইনবক্সে প্রতারিত হন তবে সবকিছুর প্রমাণসহ আইনের আশ্রয় নেবেন। দেখবেন প্রতারকের খবর হয়ে যাবে। আসলে একটু সাহস করলেই হয়। তিনি বলেন, ইদানীং আরেকটা ইনবক্স প্রতারণা ব্যাপকভাবে শুরু হয়েছে, তা হচ্ছে ডলার কেনাবেচা। এমনকি বড় বড় গ্রুপ তৈরি হয়েছে ডলার প্রতারণা করার জন্য। এদের ফাঁদে একবার যে পড়েছে, তার খবর আছে। কিছুদিন আগে এক ডলার প্রতারক অনেকের সঙ্গে ডলার প্রতারণা করেছে। তার একটা গ্যাং আছে বিভিন্ন ফেসবুক গ্রুপে! ডলার বিক্রি বা কেনার জন্য ইনবক্সে ডাকে। ভালো রেট দিতে চায়। এরপর তার এলাকায় যেতে বলে, ফেস টু ফেস লেনদেনের জন্য। আর তার এলাকায় গেলেই খেল খতম। তার গ্রুপ দিয়ে মারধর করে সব টাকা নিয়ে যায়। ভুক্তভোগীর কিছুই করার নেই, কারণ দেশের আইনে এভাবে ডলার কেনাবেচা করা অবৈধ। আরেকটি বিষয় খেয়াল করেছি তা হচ্ছে, ইনবক্স প্রতারকদের ফেসবুক ওয়ালে প্রচুর ধর্মীয় এবং নীতি কথা পোস্ট দেখা যায়। এসব করে মূলত তারা মানুষের বিশ্বাস অর্জন করে। কাজেই এসব দেখলে সাবধান! তিনি বলেন, ইনবক্সে যাওয়ার আহ্বানে সাড়া না দিয়ে, আপনি যা চান তা একটু গুগল করে ঘাঁটাঘাঁটি করুন। দেখবেন আপনি যা যা চান তার সবই ওয়েবে দেওয়া আছে। সহজেই পেয়ে যাবেন। আর আপনার নেটওয়ার্ক বড় করেন। আপনার ফ্রেন্ডলিস্ট আজেবাজে লোক দিয়ে না ভরে, কিছু এক্সপার্ট আপনার ফ্রেন্ডলিস্টে এড করুন। দেখবেন যা চান তা না চাইতেই পেয়ে যাবেন। তারপর যদি কোনো বিষয়ে জানতে চান তবে বিভিন্ন হেল্প গ্রুপে পোস্ট করুন। সবার মতামত নেন। এরপর সিদ্ধান্ত নেন।
শিরোনাম
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু