আশিকুর রহমান (ছদ্মনাম)। তিনি আইটি এক্সপার্ট। বিদেশ থেকে এসে সার্চ ইঞ্জিন বিষয়ে তার সার্ভিস দেশে দেবেন বলে বিভিন্ন গ্রুপে পোস্ট দেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন তাকে ইনবক্সে যোগাযোগ করে। তাকে বলে তার কিছু সাইট আছে, যেগুলো গুগলের প্রথম পেজে নিয়ে আসতে হবে। তিনি তার বাজেট বলেন। সেই লোক তাকে তার জেলায় যেতে বলে, যেহেতু বাজেট বেশ বড়। সামনা সামনি আলোচনা করে বিষয়টি ফাইনাল করতে চায়। আশিক সরল বিশ্বাসে সেখানে যান। তাকে একটা ফ্ল্যাটের ঠিকানা দিয়ে সেখানে আসতে বলে। তিনি সেই ফ্ল্যাটে যাওয়ার পরপরই তাকে কয়েকজন ধরে ফেলে, চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। তার মোবাইল, মানিব্যাগ কেড়ে নেয়। বেশ মারধরও করে। এক্সপার্ট অনেক কাকুতি-মিনতি করেন, বলে ভাই আমার যা আছে নিয়ে নেন, কিন্তু আমাকে ছেড়ে দেন। জানে মারবেন না। তাকে বলল ঠিক আছে, তোকে ছেড়ে দিতে পারি এক শর্তে, আমাদের ৪টা ওয়েবসাইট আছে, এগুলো গুগলের প্রথম পেজে এনে দিবি, সময় মাত্র ২৪ ঘণ্টা, তাহলেই তোকে ছেড়ে দেব। আইটি এক্সপার্ট আশিক পুরাই অবাক। তিনি বললেন, ভাই একটা সাইট গুগলের প্রথম পেজে আনতে গেলে মিনিমাম ৬ মাস লাগবে। একপর্যায়ে তার কাছ থেকে টাকা-পয়সা রেখে বাসে উঠিয়ে দেয়। আইটি বিশেষজ্ঞ ফরমান আলী বলেন, বর্তমান আইসিটি আইন অনেক কঠোর এবং এর একটি ধারা আছে অনলাইন প্রতারণা সংক্রান্ত। কাজেই কেউ যদি ইনবক্সে প্রতারিত হন তবে সবকিছুর প্রমাণসহ আইনের আশ্রয় নেবেন। দেখবেন প্রতারকের খবর হয়ে যাবে। আসলে একটু সাহস করলেই হয়। তিনি বলেন, ইদানীং আরেকটা ইনবক্স প্রতারণা ব্যাপকভাবে শুরু হয়েছে, তা হচ্ছে ডলার কেনাবেচা। এমনকি বড় বড় গ্রুপ তৈরি হয়েছে ডলার প্রতারণা করার জন্য। এদের ফাঁদে একবার যে পড়েছে, তার খবর আছে। কিছুদিন আগে এক ডলার প্রতারক অনেকের সঙ্গে ডলার প্রতারণা করেছে। তার একটা গ্যাং আছে বিভিন্ন ফেসবুক গ্রুপে! ডলার বিক্রি বা কেনার জন্য ইনবক্সে ডাকে। ভালো রেট দিতে চায়। এরপর তার এলাকায় যেতে বলে, ফেস টু ফেস লেনদেনের জন্য। আর তার এলাকায় গেলেই খেল খতম। তার গ্রুপ দিয়ে মারধর করে সব টাকা নিয়ে যায়। ভুক্তভোগীর কিছুই করার নেই, কারণ দেশের আইনে এভাবে ডলার কেনাবেচা করা অবৈধ। আরেকটি বিষয় খেয়াল করেছি তা হচ্ছে, ইনবক্স প্রতারকদের ফেসবুক ওয়ালে প্রচুর ধর্মীয় এবং নীতি কথা পোস্ট দেখা যায়। এসব করে মূলত তারা মানুষের বিশ্বাস অর্জন করে। কাজেই এসব দেখলে সাবধান! তিনি বলেন, ইনবক্সে যাওয়ার আহ্বানে সাড়া না দিয়ে, আপনি যা চান তা একটু গুগল করে ঘাঁটাঘাঁটি করুন। দেখবেন আপনি যা যা চান তার সবই ওয়েবে দেওয়া আছে। সহজেই পেয়ে যাবেন। আর আপনার নেটওয়ার্ক বড় করেন। আপনার ফ্রেন্ডলিস্ট আজেবাজে লোক দিয়ে না ভরে, কিছু এক্সপার্ট আপনার ফ্রেন্ডলিস্টে এড করুন। দেখবেন যা চান তা না চাইতেই পেয়ে যাবেন। তারপর যদি কোনো বিষয়ে জানতে চান তবে বিভিন্ন হেল্প গ্রুপে পোস্ট করুন। সবার মতামত নেন। এরপর সিদ্ধান্ত নেন।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
ইনবক্সে আসুন
মির্জা মেহেদী তমাল
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর