শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খেলতে বাধা দেওয়ায় থানায় হাজির শিশু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

খেলতে বাধা দেওয়ায় থানায় অভিযোগ জানিয়ে আলোড়ন তুলেছে ৭ বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে নাচোল থানায়।

জানা গেছে, নাচোল সদর ইউনিয়নের ঘিওন গ্রামের আবদুল কাদেরের ৭ বছর বয়সী ছেলে ও এশিয়ান স্কুুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আহম্মেদ বিন কাদেরী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল থানায় উপস্থিত হয়ে ওসি (তদন্ত) মাহবুবুর   রহমানের কাছে কেঁদে কেঁদে অভিযোগ করে, সে তার নানার বাড়ি নাচোল রেলস্টেশন এলাকায় থেকে লেখা পড়া করে। ওই দিন সে তার সহপাঠীদের নিয়ে খেলা করছিল। কিন্তু তার সহপাঠীদের খেলা করতে বাধা দেন ওই মহল্লার মমতাজ বেগম ও মাসুদা বেগম নামের দুই গৃহকর্মী। তারা মুখ খারাপ করে গালাগাল করেন। এ সময় তারা নানা অপমানজনক কথা বলেন। শিশুটির অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন ওসি মাহবুবুর রহমান। পরে তিনি অভিযুক্তদের থানায় ডেকে পাঠান। তিনি উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে দেন। এ সময় উপস্থিত থাকেন স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা। এদিকে শিশুটির একাই থানা আসা ও অভিযোগ করার বিষয় শুনে উপস্থিত সবাই হতভম্ভ হন। তারা ছোট শিশুর উপস্থিত বুদ্ধির তারিফ করেন। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি সম্পর্কে ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘একটি ছোট শিশুর সম্মানবোধ সত্যিই অতুলনীয়।’ তিনি ছোটদের প্রতি সহিষ্ণু হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর