রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাপা দুর্বল হয়েছে অভ্যন্তরীণ ষড়যন্ত্রে

-জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাপা দুর্বল হয়েছে অভ্যন্তরীণ ষড়যন্ত্রে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নব্বই পরবর্তীকালে পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসেছি। আমাদের দমাতে পারেনি। কিন্তু অভ্যন্তরীণ ষড়যন্ত্র আমাদের দুর্বল করে দিয়েছে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় সস্মেলন প্রাঙ্গণ। বেলা ১১টায়  ঘোড়ারগাড়ি বহরে অনুষ্ঠানস্থলে পৌঁছান জি এম কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে লিয়াকত হোসেন খোকা এমপি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এবং বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন জি এম কাদের। লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপা নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম কিবরিয়া টিপু, ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভূঁইয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ। উপস্থিত ছিলেন হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার এমপি, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি প্রমুখ। জি এম কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জাতীয় পার্টি কারও ব্যক্তিগত সম্পত্তি না। সবাইকে নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে। নিজেরা নিজেদের ধ্বংস না করলে কেউ আমাদের ধ্বংস করতে পারবে না। তিনি বলেন, বিএনপি নেতৃত্ব সংকটে বিলীন হতে পারে। সেক্ষেত্রে জাতীয় পার্টিই একমাত্র বিকল্প শক্তি হিসেবে সাধারণ মানুষের সামনে রয়েছে। সার্বিক বিবেচনায় জাতীয় পার্টি এখন ভালো অবস্থায় আছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর