রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় চার মাসের ব্যবধানে জন্ম নিয়েছে চার প্রাণীর চার শাবক। এর মধ্যে রয়েছে জিরাফ, জেব্রা, অ্যারাবিয়ান হর্স ও জলহস্তীর শাবক। শাবকগুলো দেখতে শিশু দর্শনার্থীরা এখন প্রচন্ড ভিড় করছে। বাদ যাচ্ছেন না বড়রাও। দর্শনাথীরা শাবকগুলোর চলাফেরা ও ছুটোছুটি অবলোকন করছেন। তারা এগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন। ফলে ফুটফুটে শাবকগুলো এখন সবার কাছে বড় আকর্ষণ। অনেকেই দূরদূরান্ত থেকে ছুটে আসছেন শাবক দেখতে। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. নজরুল ইসলাম জানান, গত ১৭ আগস্ট দুপুরে প্রিয়া নামের একটি জিরাফ অনিন্দ্য সুন্দর একটি শাবক প্রসব করে। প্রিয়ার এই মেয়ের নাম রাখা হয়েছে শ্রাবণী। প্রিয়াকে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। এ নিয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় জিরাফ পরিবারের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে আটে। এছাড়া গত ২০ আগস্ট চাঁদনী নামের জেব্রাটি ‘ঝিলিক’ নামে মায়াবী সুন্দর একটি বাচ্চার জন্ম দেয়। আগের একটি পুরুষ ও তিনটি স্ত্রী জেব্রাসহ জাতীয় চিড়িয়াখানায় জেব্রা পরিবারের সদস্য সংখ্যা এখন পাঁচটি। ২০ আগস্ট ‘দোলন’ নামে অপরূপ সুন্দর একটি বাচ্চা দেয় দুলকি নামে এরাবিয়ান ঘোড়া। সৌদি আরব থেকে আনা দুইটি ঘোড়া থেকে পর্যায়ক্রমে আরও দুটি বাচ্চা জন্মগ্রহণ করে। এখন বাংলাদেশ চিড়িয়াখানায় মোট পাঁচটি ঘোড়া আছে। গত ২২ আগস্ট নজরকাড়া সুন্দর বাচ্চার জন্ম দেয় আগন্ত নামের জলহস্তী। পরে শাবকের নাম রাখা হয় ‘সুমন্ত। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা দুটি জলহস্তী থেকে পর্যায়ক্রমে ১২টি বাচ্চা জন্মগ্রহণ করেছে। এখন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় জলহস্তী পরিবারের সদস্য সংখ্যা ১৬-তে দাঁড়াল। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে সাফারি পার্কে দুইটি এবং রংপুর চিড়িয়াখানায় একটি জলহস্তী সরবরাহ করা হয়েছে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
অষ্টম কলাম
চিড়িয়াখানায় চার প্রাণীর শাবকের জন্ম
মোস্তফা কাজল
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর