মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের অভিশংসন শুনানি আজ

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পের অভিশংসন শুনানি আজ

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন সংক্রান্ত অভিযোগের শুনানি আজ শুরু হচ্ছে। সূত্র : বিবিসি।

মামলার শুনানিতে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের সদস্যরা জুরির দায়িত্ব পালন করবেন। বিচারে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

এর আগে গত শনিবার জমা দেওয়া প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট প্রতিনিধিদের ১১১ পৃষ্ঠার সংক্ষিপ্ত যুক্তিতর্কে ‘বিশ্বস্ততার সঙ্গে আইন  মেনে চলার শপথ ভঙ্গকারী ও জনসাধারণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করা প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হচ্ছেন তৃতীয় প্রেসিডেন্ট, যাকে অভিশংসন নিয়ে সিনেটে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। ট্রাম্প শুরু থেকেই  কোনো ধরনের অন্যায়ে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। অভিশংসন মামলাকে ‘ধাপ্পাবাজি’ অ্যাখ্যা দিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর