বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অবৈধ ইটভাটা উচ্ছেদে আশুলিয়ায় অভিযান

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদে গতকাল অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা  করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদ আহমেদ। তাকে সহায়তা করেন পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, মাহবুবুর রহমানসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। পরিবেশ অধিদফতরসূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে প্রথম অভিযান চালানো হয় পাড়াগ্রাম এলাকার তুরাগ ব্রিকসে। এ সময় ভাটাটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে তৎক্ষণাৎ জরিমানার টাকা আদায় করা সম্ভব হয়নি। এরপর অভিযান চালানো হয় পাশের সনি ব্রিকসে। ইটভাটাটিকে ২০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সেটি আংশিক ভেঙে দেওয়া হয়। জরিমানার টাকা তৎক্ষণাৎ আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়।

সর্বশেষ খবর