শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত

সাংস্কৃতিক প্রতিবেদক

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত

‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’। ঋতুরাজের প্রথম দিন। পুরনো পাতা ঝরে নতুন পত্রপল্লবে সেজেছে বৃক্ষরাজি। আম্রকাননে মুকুলের শোভায় ভিন্ন রূপ পেয়েছে প্রকৃতি। কোকিলের কুহুতানের মিষ্টি সুরে মুখরিত চারপাশ। বসন্তের হাওয়া বইছে চারদিকে। ক্যালেন্ডার সংশোধন অনুযায়ী আজ শুক্রবার বসন্ত উদযাপনে মেতে উঠবে রাজধানীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। চারুকলা অনুষদ, রবীন্দ্রসরোবর, হাতিরঝিল, রমনা পার্কসহ রাজধানীর সব বিনোদন কেন্দ্রে আজ ঋতুরাজের প্রথম দিনে থাকবে তারুণ্যের উপচে পড়া ভিড়, উচ্ছ্বাস ও উদ্দীপনা। গতকাল মাঘের অর্থাৎ শীতের শেষ দিন ছিল। আর এ দিনটিকে ফাগুন রাঙা দিন মনে করে তারুণ্যের উচ্ছ্বাস আর উন্মাদনা সৃষ্টি হয়েছিল রাজধানীজুড়ে। শাড়ি আর পাঞ্জাবিতে বাসন্তী আবহ তুলে ধরে ফুলে ফুলে বসন্তকে অভিবাদন জানাতে গতকাল দিনভর ছিল তারুণ্যের উন্মাদনার জোয়ার। এদিন সকাল থেকেই ফাগুন রঙে ঢেকে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদ, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, রমনা পার্কসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। আর বিকালে বিভ্রান্তির ফাগুনের আগুন লাগা রঙে সাজে অমর একুশে গ্রন্থমেলাও। বসন্ত উদযাপনে গতকাল ঢাবির কলাভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে নাচ-গানসহ নানা আনন্দায়োজন।

সর্বশেষ খবর