ব্রাহ্মণবাড়িয়ায় নৃশংসভাবে খোশ নাহার আক্তার (৩৫) নামে এক নারীকে ডেকে এনে তার চুল কেটে ও হাত-পায়ে গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে শহরের কাউতলী এলাকায় ১৬ মামলার আসামি মোস্তাক আহমেদ ফয়সাল এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। খোশ নাহার আক্তার পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার ধর্মনগর ইউনিয়নের শিয়ালহুড়ী গ্রামের মৃত সোনাব আলীর মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার খোশ নাহার জানান, ‘ফয়সালের গ্রামের বাড়ি ও আমার বাড়ি পাশাপাশি। বিভিন্ন কুকর্মের কারণে ফয়সালের পরিবারকে গ্রামছাড়া করে এলাকাবাসী। শনিবার দুপুরে ফয়সাল ফোনে জানায়, তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে। বিষয়টি সুরাহার জন্য সহযোগিতা চেয়ে বাসায় আসতে বলে। কথামতো তার ভাড়া বাসায় এলে হাত-পা বেঁধে রাখে। শুধু তাই নয়, আমাকে ছেড়ে দেওয়া হবে, জানিয়ে আমার ভাইয়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকাও আনায়। সঙ্গে থাকা নগদ চার হাজার টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে নেয়। বিষয়গুলো নিয়ে যাতে আইনি ব্যবস্থা নিতে না পারি সে জন্য ফয়সাল খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে আরও টাকার জন্য শুরু করে নির্যাতন। তার সঙ্গে কয়েকজন মিলে মারধর করতে শুরু করে। হাত, পা ও গলায় গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেয়। পাশাপাশি কয়েকজন চেপে ধরে আমার মাথার চুলও কেটে দেয়। এক পর্যায়ে ‘৯৯৯’ নম্বরে কল করে শিশু অপহরণকারীকে আটক করা হয়েছে বলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।’ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের এসআই মোতালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় ওই নারীকে উদ্ধার করে আনি। অভিযুক্ত মোস্তাক আহমেদ ফয়সালকেও আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ফয়সালের বিরুদ্ধে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিজয়নগর থানায় হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়ায় নারীর চুল কেটে শরীরে গরম লোহার ছ্যাঁকা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর