ব্রাহ্মণবাড়িয়ায় নৃশংসভাবে খোশ নাহার আক্তার (৩৫) নামে এক নারীকে ডেকে এনে তার চুল কেটে ও হাত-পায়ে গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে শহরের কাউতলী এলাকায় ১৬ মামলার আসামি মোস্তাক আহমেদ ফয়সাল এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। খোশ নাহার আক্তার পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার ধর্মনগর ইউনিয়নের শিয়ালহুড়ী গ্রামের মৃত সোনাব আলীর মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার খোশ নাহার জানান, ‘ফয়সালের গ্রামের বাড়ি ও আমার বাড়ি পাশাপাশি। বিভিন্ন কুকর্মের কারণে ফয়সালের পরিবারকে গ্রামছাড়া করে এলাকাবাসী। শনিবার দুপুরে ফয়সাল ফোনে জানায়, তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে। বিষয়টি সুরাহার জন্য সহযোগিতা চেয়ে বাসায় আসতে বলে। কথামতো তার ভাড়া বাসায় এলে হাত-পা বেঁধে রাখে। শুধু তাই নয়, আমাকে ছেড়ে দেওয়া হবে, জানিয়ে আমার ভাইয়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকাও আনায়। সঙ্গে থাকা নগদ চার হাজার টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে নেয়। বিষয়গুলো নিয়ে যাতে আইনি ব্যবস্থা নিতে না পারি সে জন্য ফয়সাল খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে আরও টাকার জন্য শুরু করে নির্যাতন। তার সঙ্গে কয়েকজন মিলে মারধর করতে শুরু করে। হাত, পা ও গলায় গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেয়। পাশাপাশি কয়েকজন চেপে ধরে আমার মাথার চুলও কেটে দেয়। এক পর্যায়ে ‘৯৯৯’ নম্বরে কল করে শিশু অপহরণকারীকে আটক করা হয়েছে বলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।’ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের এসআই মোতালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় ওই নারীকে উদ্ধার করে আনি। অভিযুক্ত মোস্তাক আহমেদ ফয়সালকেও আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ফয়সালের বিরুদ্ধে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিজয়নগর থানায় হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি