ব্রাহ্মণবাড়িয়ায় নৃশংসভাবে খোশ নাহার আক্তার (৩৫) নামে এক নারীকে ডেকে এনে তার চুল কেটে ও হাত-পায়ে গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে শহরের কাউতলী এলাকায় ১৬ মামলার আসামি মোস্তাক আহমেদ ফয়সাল এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। খোশ নাহার আক্তার পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার ধর্মনগর ইউনিয়নের শিয়ালহুড়ী গ্রামের মৃত সোনাব আলীর মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার খোশ নাহার জানান, ‘ফয়সালের গ্রামের বাড়ি ও আমার বাড়ি পাশাপাশি। বিভিন্ন কুকর্মের কারণে ফয়সালের পরিবারকে গ্রামছাড়া করে এলাকাবাসী। শনিবার দুপুরে ফয়সাল ফোনে জানায়, তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে। বিষয়টি সুরাহার জন্য সহযোগিতা চেয়ে বাসায় আসতে বলে। কথামতো তার ভাড়া বাসায় এলে হাত-পা বেঁধে রাখে। শুধু তাই নয়, আমাকে ছেড়ে দেওয়া হবে, জানিয়ে আমার ভাইয়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকাও আনায়। সঙ্গে থাকা নগদ চার হাজার টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে নেয়। বিষয়গুলো নিয়ে যাতে আইনি ব্যবস্থা নিতে না পারি সে জন্য ফয়সাল খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে আরও টাকার জন্য শুরু করে নির্যাতন। তার সঙ্গে কয়েকজন মিলে মারধর করতে শুরু করে। হাত, পা ও গলায় গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেয়। পাশাপাশি কয়েকজন চেপে ধরে আমার মাথার চুলও কেটে দেয়। এক পর্যায়ে ‘৯৯৯’ নম্বরে কল করে শিশু অপহরণকারীকে আটক করা হয়েছে বলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।’ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের এসআই মোতালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় ওই নারীকে উদ্ধার করে আনি। অভিযুক্ত মোস্তাক আহমেদ ফয়সালকেও আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ফয়সালের বিরুদ্ধে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিজয়নগর থানায় হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
ব্রাহ্মণবাড়িয়ায় নারীর চুল কেটে শরীরে গরম লোহার ছ্যাঁকা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর