সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান বলেছেন, সুনামগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা বাংলাদেশের অন্য যে কোনো জেলার চেয়ে ভালো। উপজেলা-পৌরসভার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্র থেকে বাধা দেওয়ার কারণে থেমে গেছে। এমপিদের তদবিরে এই প্রক্রিয়া থেমে গেছে বলে জেনেছি। ২০২১ সালে যেহেতু আমাদের জেলা সম্মেলন কাজেই এক্ষেত্রে তাড়াহুড়োর কিছু নেই। জেলার সব ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে ইতিমধ্যে কমিটি হয়ে গেছে। কাজেই কেন্দ্র থেকে যখনই উপজেলা ও পৌরসভা কমিটির নির্দেশ আসে, তাৎক্ষণিক সেটা বাস্তবায়ন করা সম্ভব। দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তিনি বলেন, দলে কোনো দ্বন্দ্ব নেই। দলের মানুষে ভোট দিয়ে তাদের সংসদ সদস্য বানিয়েছেন। পরে তারা জায়গায় জায়গায় নিজস্ব বলয় সৃষ্টি করেছেন। তারা নিজস্ব বলয় নিয়ে চলতে চান। আর আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলতে চাই। মতিউর রহমান বলেন, সংসদ সদস্যদের নিজস্ব বলয় সৃষ্টির কারণে দলের কোনো ক্ষতি হয়নি। বরং নিজেদের কার্যকলাপের কারণে তারা কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এমপিদের কর্মকান্ড নিয়ে এটা আমার নিজস্ব মতামত। বাকিটা নেতা-কর্মী ও সাধারণ মানুষ মূল্যায়ন করবেন। তিনি বলেন, এখানে কোনো মারামারি কিংবা দ্বন্দ্ব, কোন্দল কিছুই নেই। প্রত্যেক জেলাতেই দুই তিন গ্রুপ আছে। মারামারি খুনোখুনি পর্যন্ত আছে। আমাদের এখানে এসব নেই। নেতা ও কর্মীদের মাঝে চমৎকার গভীর সম্পর্ক রয়েছে। আমরা যারা জেলা আওয়ামী লীগের দায়িত্বে রয়েছি তাদের মধ্যেও সুন্দর সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, পরিপক্ষতার অভাবে জেলা আওয়ামী লীগের কোনো কোনো নেতা হয়তো এমপিদের নিজস্ব বলয় সৃষ্টির কর্মকান্ডে লুকিয়ে সমর্থন জোগান। কিন্তু আমি নীতির মধ্যে চলি বলে ব্যক্তিকে বড় মনে করি না। সবকিছু করি দলের স্বার্থে।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
স্বার্থ রক্ষার জন্য এমপিরা বলয় সৃষ্টি করে রেখেছেন
-মতিউর রহমান সভাপতি জেলা আওয়ামী লীগ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর