সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

স্বার্থ রক্ষার জন্য এমপিরা বলয় সৃষ্টি করে রেখেছেন

-মতিউর রহমান সভাপতি জেলা আওয়ামী লীগ

স্বার্থ রক্ষার জন্য এমপিরা বলয় সৃষ্টি করে রেখেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান বলেছেন, সুনামগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা বাংলাদেশের অন্য যে কোনো জেলার চেয়ে ভালো। উপজেলা-পৌরসভার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্র থেকে বাধা দেওয়ার কারণে থেমে গেছে। এমপিদের তদবিরে এই প্রক্রিয়া থেমে গেছে বলে জেনেছি। ২০২১ সালে যেহেতু আমাদের জেলা সম্মেলন কাজেই এক্ষেত্রে তাড়াহুড়োর কিছু নেই। জেলার সব ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে ইতিমধ্যে কমিটি হয়ে গেছে। কাজেই কেন্দ্র থেকে যখনই উপজেলা ও পৌরসভা কমিটির নির্দেশ আসে, তাৎক্ষণিক সেটা বাস্তবায়ন করা সম্ভব। দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তিনি বলেন, দলে কোনো দ্বন্দ্ব নেই। দলের মানুষে ভোট দিয়ে তাদের সংসদ সদস্য বানিয়েছেন। পরে তারা জায়গায় জায়গায় নিজস্ব বলয় সৃষ্টি করেছেন। তারা নিজস্ব বলয় নিয়ে চলতে চান। আর আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলতে চাই। মতিউর রহমান বলেন, সংসদ সদস্যদের নিজস্ব বলয় সৃষ্টির কারণে দলের কোনো ক্ষতি হয়নি। বরং নিজেদের কার্যকলাপের কারণে তারা কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এমপিদের কর্মকান্ড নিয়ে এটা আমার নিজস্ব মতামত। বাকিটা নেতা-কর্মী ও সাধারণ মানুষ মূল্যায়ন করবেন। তিনি বলেন, এখানে কোনো মারামারি কিংবা দ্বন্দ্ব, কোন্দল কিছুই নেই। প্রত্যেক জেলাতেই দুই তিন গ্রুপ আছে। মারামারি খুনোখুনি পর্যন্ত আছে। আমাদের এখানে এসব নেই। নেতা ও কর্মীদের মাঝে চমৎকার গভীর সম্পর্ক রয়েছে। আমরা যারা জেলা আওয়ামী লীগের দায়িত্বে রয়েছি তাদের মধ্যেও সুন্দর সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, পরিপক্ষতার অভাবে জেলা আওয়ামী লীগের কোনো কোনো নেতা হয়তো এমপিদের নিজস্ব বলয় সৃষ্টির কর্মকান্ডে লুকিয়ে সমর্থন জোগান। কিন্তু আমি নীতির মধ্যে চলি বলে ব্যক্তিকে বড় মনে করি না। সবকিছু করি দলের স্বার্থে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর