বিআরটিসি বাসের বুকিং সহকারী থেকে গত দশ বছরে শত কোটি টাকার মালিক হয়েছেন ডাবলু সরকার। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ক্ষমতার দাপটে দখল বাণিজ্য করেই এ টাকার মালিক হয়েছেন তিনি। তার আর্থিক উত্থান রূপকথার গল্পকেও হার মানিয়েছে। ডাবলু সরকার রাজশাহী শহরে গড়ে তুলেছেন ১২ তলা আলিশান বাড়ি। তার পরিবারের সদস্যদের দখল বাণিজ্য থেকে সংখ্যালঘু শুরু করে সামাজিক বা পারিবারিকভাবে দুর্বল আওয়ামী লীগ কর্মীরাও রেহাই পাননি। যেন অঘোষিত রাজশাহীর ‘রাজা’র বিরুদ্ধে কারও মুখ খোলার সাহস নেই। জানা যায়, নগরীর ফুদকিপাড়ায় অ্যাডভোকেট কুনালের বাবার বাড়িটি ছিল সরকারের কাছ থেকে লিজ নেওয়া। এই বাড়িতেই কুনালের জন্ম। পড়াশোনা শেষে তার আইন ব্যবসায় যাওয়া এবং মৃত্যু এই বাড়িটি থেকেই। রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েই ২০১৬ সালে বাড়িটি দখলে নেন ডাবলু সরকার। আইনজীবী কুনালের পুরো পরিবারকে উচ্ছেদ করে বাড়িটি সংস্কার করে ভাড়াও দিয়েছেন বলে অভিযোগ আছে। নাম প্রকাশ না করার শর্তে শহরের একাধিক ব্যক্তি জানান, ডাবলু সরকাররা পাঁচ ভাই। এরা যখন কারও বাড়ি বা জমি দখলের জন্য নজর দেন তখন কৌশল হিসেবে সবদিক থেকেই ওই পরিবারকে বিরক্ত করা শুরু করেন। তৃতীয় কোনো পক্ষকে দিয়ে জমিটি দখলে নিতে ভুয়া মামলা বা হুমকি দেওয়া শুরু করেন। এক পর্যায়ে তারা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার অথবা তার বড় ভাই ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ সরকার টেকনের শরণাপন্ন হন। এরপর তারা হুমকি-ধমকি দিয়ে নামমাত্র মূল্যে জমিটি রেজিস্ট্রি করে নেন। জানা যায়, রাজশাহীর পুঁথিঘর লাইব্রেরির মালিক শক্তিভূতির বাড়িটি ছিল বোয়ালিয়া থানার মোড়ে। বাড়ির সামনে বড়পূজাও হতো প্রতি বছর। এই বাড়ি ও পেছনের জমি নামমাত্র মূল্যে ভাগ্নে মীর ইশতিয়াক আহমেদ লেমনের সঙ্গে শেয়ারে রেজিস্ট্রি করে নেন ডাবলু সরকার। স্থানীয়রা জানান, নগরীর কুমারপাড়া, আলুপট্টি এলাকা ছাড়াও অসংখ্য জায়গা দখলে নিয়েছেন ডাবলু সরকার ও তার পরিবারের সদস্য। নগরীর কুমারপাড়া কালিবাড়ীর সামনে এক নিঃসন্তান শিক্ষকের জমি দখল করে ঘেরাও করে রেখেছেন ডাবলু সরকার। সেখানে বিভিন্ন নির্মাণসামগ্রী রাখা হয়েছে। নিঃসন্তান ওই শিক্ষক মারা গেছেন দেড় দশক আগে। তার বৃদ্ধা স্ত্রী বা পরিবারের খোঁজ কেউ দিতে পারেননি। অভিযোগ রয়েছে, দখল বাণিজ্য ও অবৈধ অর্থের মাধ্যমে বিআরটিসি বাসের একসময়ের বুকিং সহকারী ডাবলু সরকার নগরীর কুমারপাড়ায় ১২ তলা উঁচু সরকার টাওয়ার নির্মাণ করেছেন। স্থানীরা জানান, এই জায়গাটি ছিল সখিনা বোর্ডিং-এর। ১৯৯৬ সালের দিকে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা জমিটি কিনে নেন। কিন্তু তাকে দখলে নামতে দেননি ডাবলু সরকার ও তার ভাই টেকন সরকার ও সাবু সরকার। পরে হাসিনা দৌলার জমিটি নামমাত্র মূল্যে রেজিস্ট্রি করে নেন ডাবলু সরকার ও তার ভাইয়েরা। এই সখিনা বোর্ডিং-এর পেছনেই ছিল শিবু দাইমা বাড়ি। এই শিবু দাইমার হাতেই কুমারপাড়া, আলুপট্টি এলাকার অধিকাংশ শিশুর জন্ম হয়েছিল। হয়তো বাদ যাননি ডাবলু কিংবা তার ভাইয়েরাও। কিন্তু তার জমিটিও রক্ষা পায়নি ডাবলু সরকারের পরিবার থেকে। তাকে হুমকি দিয়ে নামমাত্র মূল্যে জমিটি রেজিস্ট্রি করে নেন। তার পুত্র খোকনের পরিধেয় টেইলার্স নামের দোকানটিও উচ্ছেদ করে দেওয়া হয়। এর পাশেই ছিল রাজশাহী বেতারের বেহালা বাধক শিবু দাইমার ভাই রঘুনাথ দাসের বাড়ি। এই বাড়িটিও নামমাত্র মূল্যে আর হুমকি দিয়ে রেজিস্ট্রি করে নেন। কুমারপাড়ায় ডাবলু সরকারের পৈতৃক বাড়ির পাশে ফাঁকা জায়গাটি ছিল সুগার মিলের এক কর্মচারীর। চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা এই ব্যক্তি তার দুই মেয়েকে নিয়ে বসবাসের জন্য জায়গাটি কিনে ছিলেন। কিন্তু মাত্র দুই বছর আগে জমিটি তারা হুমকি দিয়ে নামমাত্র মূল্যে রেজিস্ট্রি করে নেন। রাজশাহী আওয়ামী লীগের ‘বিশিষ্ট কর্মী’ শাহজাহান মামা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তাকে ‘শাহজাহান মামা’ বলেই ডাকেন। তার একখ- জমি পৈতৃক ভিটা তালাইমারীতেই বসবাস। বাড়ির পাশেই কিছুটা খাসজমি। তিন পুরুষ ধরেই জমিটি তাদের পরিবারের ভোগ-দখলে। সেই জমিটি দখলে নিতে রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার লোক পাঠান। এতে ভীষণ বিরক্ত হন প্রধানমন্ত্রীর প্রিয় শাহজাহান মামা। বিষয়টি তাৎক্ষণিক ফোন করে ওবায়দুল কাদেরকে জানান শাহজাহান মামা। জানান সিটি মেয়র খায়রুজ্জামান লিটনকেও। এতে শাহজাহান মামার জমিটুকু রক্ষা হলেও ডাবলু সরকার ও তার পরিবারের দখলে অসংখ্য সংখ্যালঘু হিন্দু পরিবার দেশছাড়া হয়েছে। সংবাদে উল্লেখিত জায়গাগুলোর রেজিস্ট্রি করে নেওয়ার কথা স্বীকার করে ডাবলু সরকার বলেন, আমি বুকিং সহকারী হলেও বাসগুলো লিজ নিয়ে চালাই। এছাড়া আমি ধনাঢ্য পরিবারের একমাত্র কন্যাকে বিয়ে করেছি। আমার যত সম্পদ অনেকটাই শ্বশুরবাড়ির।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
রাজশাহীর আওয়ামী লীগ নেতা
বাসের বুকিং সহকারী থেকে দখল বাণিজ্য অঢেল সম্পদের মালিক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর