বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অর্ধেক অপারেশন করে ডাক্তার বললেন বিদেশ নিয়ে যান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

কাতারে দুর্ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দক্ষিণ হিঙ্গাজিয়ার মনছব মিয়া (৪২)। দুর্ঘটনার পর ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করে পাত বসিয়ে দিয়েছিলেন সেদেশের চিকিৎসকরা। প্রায় পাঁচ মাস পর দেশে এসে তিনি পাত খুলতে গিয়েছিলেন সিলেটের অর্থোপেডিক্স সার্জন ডা. সুমন মল্লিকের কাছে।

ডা. সুমন মল্লিক এমন অপারেশনকে খুবই সাধারণ হিসেবে আশ^স্ত করেছিলেন রোগীকে।

কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হননি। অর্ধেক অপারেশন শেষে তিনি রোগীর স্বজনদের জানান তার পক্ষে পাত খোলা সম্ভব নয়। পাত খোলার মতো যন্ত্রপাতি তার কাছে নেই। কাতারের যে হাসপাতালে তিনি অস্ত্রোপচার করে পাত লাগিয়েছিলেন সেখানেই এটি খুলতে হবে। তাকে বিদেশ (কাতার) নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর মিরবক্সটুলাস্থ সিলেট ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটে। ডা. সুমন মল্লিক বলেন, ‘সব অপারেশন সাকসেসফুল হয় না। তবে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন।’

সর্বশেষ খবর