চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ। একই সঙ্গে বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়ও আজ শেষ হবে। আগামী ২৯ মার্চ ভোটের দিন রেখে গত ১৬ ফেব্রুয়ারি এই তিন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঢাকার দুই সিটির মতো বন্দরনগরী চট্টগ্রামেও সব কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। একই দিন বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে আজ ২৭ ফেব্রুয়ারি; মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ মার্চ; ২ থেকে ৪ মার্চ আপিল করা যাবে এবং নিষ্পত্তি হবে ৫ থেকে ৭ মার্চ। ৮ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ৯ মার্চ প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট হবে এসব নির্বাচনে। এদিকে সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে আজ থেকে ১৪ জন ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণার কোনো কিছুই করতে পারবেন না। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে বৃহস্পতিবার (আজ) থেকে ১৪ জন ম্যাজিস্ট্রেটকে মাঠে নামাচ্ছে নির্বাচন কমিশন।’ চট্টগ্রাম সিটিতে সাধারণ ওয়ার্ড ৪১টি, সংরক্ষিত ওয়ার্ড ১৪টি। মোট ভোটার ১৯ লাখ ২ হাজার ৮১১ জন। সম্ভাব্য ভোট কেন্দ্র ৭২১ এবং ভোটকক্ষ ৫ হাজার ১৪২টি। ২০১৫ সালে ঢাকার দুই সিটির সঙ্গে নির্বাচন হলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন পর্ষদের দায়িত্ব পালন পরে শুরু হয়েছিল। এ সিটিতে প্রথম সভা হয় ২০১৫ সালের ৬ আগস্ট। আর ৭ ফেব্রুয়ারি থেকে ১৮০ দিন গণনা শুরু হয়। চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে চলতি ২০২০ সালের ৫ আগস্ট। ১৮ জানুয়ারি সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া