চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ। একই সঙ্গে বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়ও আজ শেষ হবে। আগামী ২৯ মার্চ ভোটের দিন রেখে গত ১৬ ফেব্রুয়ারি এই তিন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঢাকার দুই সিটির মতো বন্দরনগরী চট্টগ্রামেও সব কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। একই দিন বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে আজ ২৭ ফেব্রুয়ারি; মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ মার্চ; ২ থেকে ৪ মার্চ আপিল করা যাবে এবং নিষ্পত্তি হবে ৫ থেকে ৭ মার্চ। ৮ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ৯ মার্চ প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট হবে এসব নির্বাচনে। এদিকে সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে আজ থেকে ১৪ জন ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণার কোনো কিছুই করতে পারবেন না। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে বৃহস্পতিবার (আজ) থেকে ১৪ জন ম্যাজিস্ট্রেটকে মাঠে নামাচ্ছে নির্বাচন কমিশন।’ চট্টগ্রাম সিটিতে সাধারণ ওয়ার্ড ৪১টি, সংরক্ষিত ওয়ার্ড ১৪টি। মোট ভোটার ১৯ লাখ ২ হাজার ৮১১ জন। সম্ভাব্য ভোট কেন্দ্র ৭২১ এবং ভোটকক্ষ ৫ হাজার ১৪২টি। ২০১৫ সালে ঢাকার দুই সিটির সঙ্গে নির্বাচন হলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন পর্ষদের দায়িত্ব পালন পরে শুরু হয়েছিল। এ সিটিতে প্রথম সভা হয় ২০১৫ সালের ৬ আগস্ট। আর ৭ ফেব্রুয়ারি থেকে ১৮০ দিন গণনা শুরু হয়। চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে চলতি ২০২০ সালের ৫ আগস্ট। ১৮ জানুয়ারি সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়।
শিরোনাম
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
চট্টগ্রাম সিটিসহ তিন নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর