শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
জেলার রাজনীতি - মাগুরা

আওয়ামী লীগ সংগঠিত ঘর গোছাচ্ছে বিএনপি

রাশেদ খান, মাগুরা

ছোট জেলা হলেও রাজনীতিতে মাগুরার গুরুত্বপূর্ণ অপরিসীম। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতার জন্ম মাগুরাতে। রাজনীতিতে তাঁদের ব্যাপক ভূমিকা রয়েছে। তাঁদের অনেকে জাতীয় রাজনীতিতে নেতৃত্বই শুধু দেননি, সরকারের মন্ত্রিসভায়ও দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সংগঠিত : মাগুরায় নির্বাচনী আসন দুটি। দীর্ঘদিন ধরে এ দুই আসনই আওয়ামী লীগের দখলে রয়েছে। এক অনুসন্ধানে জানা গেছে, ১৯৭০ সালের নির্বাচন থেকে       শুরু করে আজও পর্যন্ত মাগুরা জেলা আওয়ামী লীগ সুসংগঠিত একটি দল। তারই ধারাবাহিকতায় জেলার নেতারা বর্তমানে তৃণমূল পর্যন্ত তারুণ্যনির্ভর দল সাজিয়েছেন। এ ক্ষেত্রে ভূমিকা রেখেছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও অ্যাডভোকেট বীরেণ শিকদার। সব মিলিয়ে জেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগের কর্মকা- চোখে পড়ার মতো। ওয়ার্ড পর্যায় পর্যন্ত এই সংগঠনগুলোর কমিটি রয়েছে। ফলে দল নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। ঘর গোছাচ্ছে বিএনপি : মাগুরায় বিএনপি দীর্ঘদিন ধরেই কয়েক ভাগে বিভক্ত। তাদের মধ্যে অন্যতম দুটি গ্রুপ হলো, কেন্দ্রীয় সহসভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বর্তমান জিয়া অরফানেজ চ্যারিটি দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামি কাজী সালিমুল হক কামাল। এ ছাড়াও আর একটি গ্রুপ রয়েছে। সেটা হলো জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক জেলা বিএনপির সভাপতি সদ্য প্রয়াত কবির মুরাদের নেতৃত্বাধীন গ্রুপ। কাজী কামাল অবশ্য দ-প্রাপ্ত হয়ে কারাভোগ করছেন। তবে তার অনুসারীরা জেলার রাজনীতিতে শক্তিশালী অবস্থানে আছেন। এক অনুসন্ধানে জানা গেছে, ছয় মাস আগে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মেদকে আহ্বায়ক করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এরপর আগের মতো প্রকাশ্য গ্রুপিং তেমনভাবে দেখা যায়নি। এ অবস্থায় এরই মধ্যে কয়েকটি ইউনিট কমিটি করা হয়েছে। পাশাপাশি জেলা ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের কমিটিও প্রায় এক বছরের বেশি সময় আগে গঠিত হয়ে আছে। এটা মূলত ঘর গোছানোর ফল। রাজনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকার কারণে দলের ভিতর গ্রুপিংগুলো অনেকটা চাপাপড়া অবস্থায় আছে। দলের নেতা-কর্মীরা এভাবেই দলকে গুছিয়ে তোলার চেষ্টা করছেন বলে ধারণা পাওয়া গেছে।

সর্বশেষ খবর