দুই বন্ধু মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ আশরাফুল এর আগে কখনোই একসঙ্গে খেলেননি। দুই সাবেক অধিনায়ক এবারই প্রথম খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। বিকেএসপিতে খেলাঘর সমাজকল্যাণ সংস্থার বিপক্ষে গতকাল ৫১ রানে জয় পেয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে জায়ান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু দেশের সেরা দুই তারকা ক্রিকেটার ব্যর্থ হয়েছেন পারফরম্যান্স করতে। ব্যাট হাতে ৩ রানের বেশি করতে পারেননি আশরাফুল। মাশরাফি ব্যাটিংয়ে ১ এবং বোলিংয়ে ৭ ওভারে ৩৪ রান দিলেও উইকেটের দেখা পাননি। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের অপরাপর ম্যাচগুলোতে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ও শাইনপুকুর। মিরপুর স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ৯ রানে গাজী গ্রুপকে এবং ফতুল্লায় মোহামেডানকে ৫ উইকেটে হারিয়েছে শাইনপুকুর। বিকেএসপিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান করে শেখ জামাল।
দলটির পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার সৈকত আলি। ৭৯ বলের ইনিংসটিতে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। এছাড়া অধিনায়ক নুরুল হাসান সোহান ৫৮ ও নাসির হোসেন ৫৬ রান করেন। খেলাঘরের ইরফান ৪ উইকেট নেন ৪৩ রানের খরচে। ২৭৭ রানের টার্গেটে খেলতে নেমে খেলাঘরে সংগ্রহ ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রান। সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক জহুরুল ইসলাম অমি। ২টি করে উইকেট নেন সোহারাওয়ার্দী শুভ, সালাউদ্দিন শাকিল ও ইলিয়াস সানি। মিরপুরে প্রাইম ব্যাংক প্রথমে ব্যাট করে রনি তালুকদারের ৭৯ ও নাহিদুল ইসলামের ৫৩ রানে ভর করে ৬ উইকেটে ২৫১ রান করে। ব্যর্থ হয়েছেন টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল। রান করেছেন মাত্র ১৯। মাহমুদুল্লাহ রিয়াদ নেন ৫৪ রানের খরচে ৩ উইকেট। ২৫২ রানের টার্গেটে ২৪২ রান সংগ্রহ করে গাজী। সর্বোচ্চ ৫৬ রান করেন মেহেদি হাসান। ফতুল্লায় মোহামেডানের ২৫৮ রান টপকে যায় শাইনপুকুর ৩ বল হাতে রেখে।