বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

সারা দেশে সেনা টহল

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে সেনা টহল

করোনাভাইরাস মোকাবিলায় সতর্কতায় গতকাল শুরু হয়েছে সেনা টহল

করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে সেনা টহল। প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশে অবস্থানকারী বিদেশিরা হোম কোয়ারেন্টাইন মানছে কি না তা কঠোরভাবে তদারকি করা শুরু হয়। গতকাল সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহযোগিতায় টহল শুরু করেন সেনা সদস্যরা। এ সময় তারা বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে অযথা রাস্তায় অবস্থান না নিতে জনগণের প্রতি আহ্বান জানান। তারা ভিড় এড়িয়ে বাসায় ফিরে যেতে মাইকিংও করেন। প্রথম পর্যায়ে অনুরোধ করলেও পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সেনা সদস্যরা। এর আগে গত ২৩ মার্চ সারা দেশে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর