শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

বেতনের দাবিতে বিক্ষোভ, পুলিশের গুলিতে একজন নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরলে রূপালী বাংলা জুট মিলে শ্রমিকদের বকেয়ার দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের গুলিতে এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্রমিক, পথচারী, পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। নিহত চা দোকানদার সুরত আলী (৩০) দিনাজপুরের বিরল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হুসনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বুধবার রাত ৯টার দিকে রূপালী বাংলা জুট মিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এক হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে। গুরুতর আহতরা হলেন রূপালী বাংলা জুট মিলের শ্রমিক হুসনা গ্রামের রাজকুমার (২৪), একই গ্রামের ইব্রাহিম (৫৫) ও বিরল হাসপাতাল এলাকার রায়হান (১৯)। এদের মধ্যে রাজকুমারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্যদের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, করোনাভাইরাসের কারণে মিল বন্ধ করে দেওয়া হবে বলে বুধবার বিকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রূপালী বাংলা জুট মিলের সামনে বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকদের কারও চার সপ্তাহের, কারও তিন সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। মিল কর্তৃপক্ষ দুই সপ্তাহের বেতন দিতে চাইলেও শ্রমিকরা এতে রাজি হননি। এ সময় মিলের এমডি এম আবদুল লতিফ উপস্থিত হয়ে শান্ত করার চেষ্টা করলে উল্টো শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মিলের ভিতরে ও বাইরে ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত ৯টার দিকে পুলিশ লাঠিচার্জ করে এবং রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে মিলের পাশের চা দোকানদার সুরত আলী আহত হলে তাকে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হন আরও ১০ জন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও ১২ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। এ ঘটনায় পুলিশের ছয়জন সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, ‘পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এক হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে।’

সর্বশেষ খবর