বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ৩টি কাঁচাবাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল জুরাইন বালুর মাঠ কাঁচাবাজার, ধলপুর কাঁচাবাজার এবং মানিকনগর কাঁচাবাজারে অভিযান চালানো হয়। অভিযানে চাল, ডাল, আটা, ময়দা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল জানান, অভিযানের সময় হ্যান্ডমাইকে চাল, ডাল, রসুন, আদা, পিয়াজ, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা এবং প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রি না করা, করোনাকে কেন্দ্র করে অতি লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। উপস্থিত ভোক্তা, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়াও টিসিবি এবং খাদ্য অধিদফতর কর্তৃক (ট্রাক সেল) ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম তদারকি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর