বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সাংবাদিক নির্যাতন চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

ভোলা প্রতিনিধি

সাংবাদিক নির্যাতন চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

গ্রেফতার নাবিল

ভোলায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে সাগর চৌধুরী নামে এক অনলাইন সাংবাদিককে নির্যাতনের ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে ছাত্রলীগ নেতা নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নাবিল ওই সাংবাদিককে ডেকে এনে মোবাইল চুরির অপবাদ দিয়ে প্রকাশ্য দিবালোকে মারধর করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে প্রকাশ করে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় সাংবাদিক সাগর চৌধুরী বাদী হয়ে নাবিল হায়দারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। গতকাল বেলা ১১টার দিকে পুলিশ নাবিলকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। সাংবাদিক সাগর চৌধুরী জানান, বড় মানিকা ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত চাল রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান এবং ছবি তোলেন তিনি। এ জন্য ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দার মঙ্গলবার সকালে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে মোবাইল চুরির নাটক সাজিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন থানায় নাবিল হায়দার চৌধুরীকে প্রধান আসামি এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, সাংবাদিক সাগর চৌধুরীর দায়ের করা মামলার প্রধান আসামি নাবিল হায়দার চৌধুরীকে গ্রেফতার করে ভোলা থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ খবর