ভোলায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে সাগর চৌধুরী নামে এক অনলাইন সাংবাদিককে নির্যাতনের ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে ছাত্রলীগ নেতা নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নাবিল ওই সাংবাদিককে ডেকে এনে মোবাইল চুরির অপবাদ দিয়ে প্রকাশ্য দিবালোকে মারধর করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে প্রকাশ করে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় সাংবাদিক সাগর চৌধুরী বাদী হয়ে নাবিল হায়দারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। গতকাল বেলা ১১টার দিকে পুলিশ নাবিলকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। সাংবাদিক সাগর চৌধুরী জানান, বড় মানিকা ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত চাল রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান এবং ছবি তোলেন তিনি। এ জন্য ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দার মঙ্গলবার সকালে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে মোবাইল চুরির নাটক সাজিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন থানায় নাবিল হায়দার চৌধুরীকে প্রধান আসামি এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, সাংবাদিক সাগর চৌধুরীর দায়ের করা মামলার প্রধান আসামি নাবিল হায়দার চৌধুরীকে গ্রেফতার করে ভোলা থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
শিরোনাম
- ওড়িশায় যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দেয়া সেই ছাত্রী মারা গেছে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৫ জুলাই)
- ট্রাস্টের আড়ালে কর ফাঁকির প্রবণতা
- হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ১৮৩ ভিআইপি
- অর্থনীতি গতিশীল রাখতে নির্বাচন জরুরি
- ঐকতানে অনৈক্য : সেনাপ্রধানের বার্তা ভুলে গেছেন রাজনীতিকরা
- বাংলাদেশকে ছোট ভাই না, সমান মনে করতে হবে
- সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি চরমে
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী