মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গলা টিপে একটি বানরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামে বানর হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক বাড়ির উঠানে একটি বানরের পেছনের দুই পা টেনে ধরে আছেন। আর অন্যজন বস্তা দিয়ে ওই বানরের গলা চেপে ধরেন। বানরটি তার সব শক্তি দিয়ে তাদের কাছ থেকে মুক্তি পেতে চেষ্টা করছে। পরে একজন বয়স্ক লোক এসে বানরটির গলায় তার পেঁচিয়ে দেন। এ সময় এলাকার উৎসুক নারী, পুরুষ ও শিশুরা দাঁড়িয়ে এই নৃশংস দৃশ্য প্রত্যক্ষ করেছেন। তাদের মধ্যে এক নারী বারনটিকে ছেড়ে দেওয়ার জন্য বার বার অনুরোধ করতে থাকেন। তাছাড়া বানর না মারার জন্য মাইকে বন বিভাগের ঘোষণার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। এরপরও কেউ শুনেনি তার অনুরোধ। খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ মার্চ বানরটি পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে পশ্চিম লাইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়ায় আসে। পরে বানরটিকে ধরে কুদ্দুস মিয়া, জামাল মিয়া ও সাহেব আলী গলা টিপে হত্যা করে। ওই ওয়ার্ডের ইউপি মেম্বার মো. নিয়াজ ইকবাল মাসুদ বলেন, ঘটনাটি শুনেছি। এটা খুবই দুঃখজনক। তিনি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, ঘটনা তদন্তে লোক পাঠিয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
নৃশংসভাবে বানর হত্যা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর