মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গলা টিপে একটি বানরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামে বানর হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক বাড়ির উঠানে একটি বানরের পেছনের দুই পা টেনে ধরে আছেন। আর অন্যজন বস্তা দিয়ে ওই বানরের গলা চেপে ধরেন। বানরটি তার সব শক্তি দিয়ে তাদের কাছ থেকে মুক্তি পেতে চেষ্টা করছে। পরে একজন বয়স্ক লোক এসে বানরটির গলায় তার পেঁচিয়ে দেন। এ সময় এলাকার উৎসুক নারী, পুরুষ ও শিশুরা দাঁড়িয়ে এই নৃশংস দৃশ্য প্রত্যক্ষ করেছেন। তাদের মধ্যে এক নারী বারনটিকে ছেড়ে দেওয়ার জন্য বার বার অনুরোধ করতে থাকেন। তাছাড়া বানর না মারার জন্য মাইকে বন বিভাগের ঘোষণার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। এরপরও কেউ শুনেনি তার অনুরোধ। খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ মার্চ বানরটি পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে পশ্চিম লাইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়ায় আসে। পরে বানরটিকে ধরে কুদ্দুস মিয়া, জামাল মিয়া ও সাহেব আলী গলা টিপে হত্যা করে। ওই ওয়ার্ডের ইউপি মেম্বার মো. নিয়াজ ইকবাল মাসুদ বলেন, ঘটনাটি শুনেছি। এটা খুবই দুঃখজনক। তিনি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, ঘটনা তদন্তে লোক পাঠিয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ওড়িশায় যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দেয়া সেই ছাত্রী মারা গেছে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৫ জুলাই)
- ট্রাস্টের আড়ালে কর ফাঁকির প্রবণতা
- হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ১৮৩ ভিআইপি
- অর্থনীতি গতিশীল রাখতে নির্বাচন জরুরি
- ঐকতানে অনৈক্য : সেনাপ্রধানের বার্তা ভুলে গেছেন রাজনীতিকরা
- বাংলাদেশকে ছোট ভাই না, সমান মনে করতে হবে
- সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি চরমে
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী