শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

যথাযথভাবে পালন করতে হবে নিজের দায়িত্ব

- ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল

যথাযথভাবে পালন করতে হবে নিজের দায়িত্ব

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, চিকিৎসা খাতের সমস্যাগুলো দূর করতে হিরোইজম বন্ধ করে সবাইকে নিজের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে ব্যবস্থাপনার দুর্বলতাগুলোও দূর করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. দুলাল বলেন, করোনা শনাক্ত হওয়ার শুরুর দিকের অব্যবস্থাপনাই সবকিছু তছনছ করে দিয়েছে। তা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। একই সঙ্গে প্রতিদিনই নতুন নতুন সমস্যা সামনে আসছে। তিনি বলেন, করোনা মোকাবিলায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় কোনো প্রস্তুতি ছিল না বললেই চলে। এ কারণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা বিপদে পড়তে থাকি। প্রথমদিকে সরকার পিপিই সরবরাহ করতে পারল না। কোনটা কভিড হাসপাতাল হবে, আর কোনটা নন-কভিড হাসপাতাল হবে, সেটা ঠিক করতে পারলাম না। আইইডিসিআরের মতো একটি রিসার্চ প্রতিষ্ঠান মাত্র দুই হাজার কিট নিয়ে বলে বসল তারা প্রস্তুত। কিছু ব্যক্তির হিরোইজমের কারণেই এই সমস্যাগুলো তৈরি হয়েছে। পরে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে সমস্যা অনেকটাই কাটতে শুরু করেছে। তিনি বলেন, আমরা তিন মাস সময় পেয়েছিলাম। এই সময়ে অনেক প্রস্তুতিই নেওয়া যেত। ওই সময়ে সারা দেশে কোনটা কভিড আর কোনটা নন-কভিড হাসপাতাল, সেটাও ঠিক করা যেত। সঠিক সময়ে সঠিক প্রস্তুতি নিলে বিশ্বের অনেক দেশের চেয়ে আমরা ভালো থাকতাম। অথচ এখন আমরা অনেক খারাপ অবস্থানে আছি। মাস্ক কেলেঙ্কারি নিয়ে একটা তদন্ত হলো, তার রিপোর্টটাও এখনো পেলাম না। তিনি বলেন, উহানে ৪১ শতাংশ আক্রান্ত হয়েছে শুধু হাসপাতাল থেকেই। আমরা এ থেকেও কোনো শিক্ষা নিইনি। তিনি বলেন, এখন সবচেয়ে বেশি জরুরি রোগের গতিপ্রকৃতি নির্ণয় করা। নিপসম, আইইডিসিআর ও সিডিসির মতো প্রতিষ্ঠানগুলোর সেই ধরনের কোনো পদক্ষেপ দেখছি না। এখন আমাদের এসব সমস্যা থেকে উত্তরণ পেতে হলে সবচেয়ে বেশি জরুরি টেস্ট বাড়ানো। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল, ডাক্তার, মিডিয়া এ বিষয়ে মাথা ঘামালে চলবে না, জনগণকেও নিজের সচেতনতার দায়িত্বটা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর