রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম ও কক্সবাজারে বন্দুকযুদ্ধে দুজন নিহত

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এদের একজন একটি জোড়া খুনের মামলার আসামি এবং অন্যজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে হত্যা মামলার এক আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল ভোর ৩টার দিকে স্থানীয় মদিনা ব্রিকফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আনসার কানু। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, একটি জোড়া খুন মামলার ৩ নম্বর আসামি নুরুল আনসার কানু পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় ১০-১২টি মামলা রয়েছে। ওসি আরও জানান, নিহত কানু সম্প্রতি বাঁশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় হাফেজ খালিদ বিন ওয়ালিদ ও হাফেজ ইব্রাহিম হত্যা মামলার আসামি। অন্যদিকে কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একাধিক মামলার পলাতক আসামি আরিফুল ইসলাম ওরফে আরিফ (২৫) নামে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আরিফ টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মহেশখালীয়াপাড়া এলাকার সাবেক মেম্বার নুরুল ইসলামের ছেলে।

গতকাল ভোরে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার মেরিন ড্রাইভ-সংলগ্ন মৎস্য ঘাটে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত আরিফুল ইসলাম ওরফে আরিফ একজন মাদক ব্যবসায়ী, দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ অন্তত অর্ধডজন মামলার পলাতক আসামি। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করেন।

সর্বশেষ খবর