ঈদে গ্রামমুখী না হয়ে সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঘর থেকে বের হয়ে পথিমধ্যে আটকে পড়ার ঝুঁকি নেবেন না। তখন এদিক-ওদিক দুদিকই হারাতে হবে এবং ভোগান্তিতে পড়তে হবে। কাজেই এ সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করুন। নিজেদের সহযোগিতা করুন। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর অবস্থানে যেতে হবে। গতকাল জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও যারা দলে দলে গ্রামমুখী হচ্ছেন। নানা কৌশলে স্থানান্তরের চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই- সরকার স্থানান্তর বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বৈশ্বিক সংকটকে পুঁজি করে রাজনীতির অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি। শেখ হাসিনার সরকার যখন সবাইকে নিয়ে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক তখন বিএনপি প্রতিহিংসা ছাড়া আর কিছুই দেখতে পায় না। তিনি বলেন, জনগণ জানতে চায়- কথামালার চাতুরী আর প্রেস ব্রিফিং ছাড়া বিএনপি আর কি করতে পেরেছে। গলাবাজি ছাড়া দেশ ও জাতিকে বিএনপি কী দিতে পেরেছে? মির্জা ফখরুল ক্ষণে ক্ষণে বিদেশের কথা বলেন, অনেক দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপি কী করেছে জাতি তা জানতে চায়? বরাবরের মতো বিএনপি তাদের ব্যর্থতা ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের মরচে ধরা অকার্যকর হাতিয়ার ব্যবহার করছে। ত্রাণ কার্যক্রমসহ যে কোনো অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসনিক, দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ তারই সুস্পষ্ট প্রমাণ বহন করে। এ বিষয়ে শেখ হাসিনা ‘শূন্য সহিষ্ণুতার’ পরিচয় দিচ্ছেন। সেতুমন্ত্রী বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশে অনেক শিল্প কারখানার মালিক শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করেননি। শ্রমিকদের মাঝে বিক্ষোভ ও অস্থিরতা বিরাজ করছে। প্রতিদিনই শ্রমিকরা রাস্তায় নেমে আসছে। যা এই সংকটকালে অনাকাক্সিক্ষত। আমি গার্মেন্টসহ অন্যান্য কারখানা মালিকদের অনুরোধ করছি- যারা এখনো বেতন-ভাতা পরিশোধ করেননি, অবিলম্বে তা পরিশোধ করুন। ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের চেয়ে সংক্রমণ ও মৃত্যুতে অনেক বেশি ভয়াবহ অবস্থানে। খোদ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। যুক্তরাজ্যে ৪০ হাজার ছাড়িয়েছে। অর্থনৈতিক বাস্তবতায় দেশগুলো আজ লকডাউন শিথিল করতে বাধ্য হচ্ছে।
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
রাজনীতির অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর