সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেছেন, সাইক্লোনের ক্ষতি এড়ানো খুব কঠিন। তবে প্রাণহানির বিষয়টা এড়ানো যায়। যা এবারও সম্ভব হয়েছে। কিন্তু এবার কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বহু ফসল তলিয়ে গেছে। সেই সঙ্গে আম, লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। পোলট্রি, মাছ, পানের বরজ, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই করোনার আঘাতে সারা বিশ্বেই ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হেনেছে। যা উপকূলীয় ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষি ব্যবস্থাকে নাকাল করে দিয়েছে। এতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নীতি ও আর্থিক সহায়তা দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি একথা বলেন। আনোয়ার ফারুক বলেন, যাদের ফসল তলিয়ে গেছে, পুকুর থেকে মাছ চলে গেছে, মাছের ঘের তলিয়ে গেছে- এদের তো নিশ্চয়ই তালিকাও রয়েছে। না হলে দ্রুততম সময়ের মধ্যে এদের একটা তালিকা করে সরকারিভাবে সহায়তা দিতে হবে। একদিকে তাদের ক্ষতি পুষিয়ে দিতে হবে। অন্যদিকে নতুন করে যেন ফসল বুুনতে পারে। মাছের ঘের আবার করতে পারে, এ জন্য সহায়তা দিতে হবে। এতে সরকার চাইলে সার, বীজ, মাছের পোনা, মাছের খাবারসহ অন্যান্য উপকরণও দিতে পারে। আবার নগদ অর্থ দিয়েও সহায়তা করতে পারে। অন্যথায় আমাদের খাদ্য নিরাপত্তার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। ফলে সামনের দিনে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে তাদের নানাভাবে সহায়তা দিতে হবে। আর এই ঝড়ের কারণে গাছ থেকে প্রচুর পরিমাণে আম, লিচু ঝরে পড়েছে। এসব আম ও লিচু পরিবহনে সহায়তা দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে ভোক্তার হাতের কাছে পৌঁছাতে হবে। অন্যথায় সব পচে নষ্ট হয়ে যাবে। এ কাজটি এখনই করতে হবে বলে তিনি মনে করেন।
শিরোনাম
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি