সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেছেন, সাইক্লোনের ক্ষতি এড়ানো খুব কঠিন। তবে প্রাণহানির বিষয়টা এড়ানো যায়। যা এবারও সম্ভব হয়েছে। কিন্তু এবার কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বহু ফসল তলিয়ে গেছে। সেই সঙ্গে আম, লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। পোলট্রি, মাছ, পানের বরজ, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই করোনার আঘাতে সারা বিশ্বেই ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হেনেছে। যা উপকূলীয় ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষি ব্যবস্থাকে নাকাল করে দিয়েছে। এতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নীতি ও আর্থিক সহায়তা দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি একথা বলেন। আনোয়ার ফারুক বলেন, যাদের ফসল তলিয়ে গেছে, পুকুর থেকে মাছ চলে গেছে, মাছের ঘের তলিয়ে গেছে- এদের তো নিশ্চয়ই তালিকাও রয়েছে। না হলে দ্রুততম সময়ের মধ্যে এদের একটা তালিকা করে সরকারিভাবে সহায়তা দিতে হবে। একদিকে তাদের ক্ষতি পুষিয়ে দিতে হবে। অন্যদিকে নতুন করে যেন ফসল বুুনতে পারে। মাছের ঘের আবার করতে পারে, এ জন্য সহায়তা দিতে হবে। এতে সরকার চাইলে সার, বীজ, মাছের পোনা, মাছের খাবারসহ অন্যান্য উপকরণও দিতে পারে। আবার নগদ অর্থ দিয়েও সহায়তা করতে পারে। অন্যথায় আমাদের খাদ্য নিরাপত্তার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। ফলে সামনের দিনে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে তাদের নানাভাবে সহায়তা দিতে হবে। আর এই ঝড়ের কারণে গাছ থেকে প্রচুর পরিমাণে আম, লিচু ঝরে পড়েছে। এসব আম ও লিচু পরিবহনে সহায়তা দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে ভোক্তার হাতের কাছে পৌঁছাতে হবে। অন্যথায় সব পচে নষ্ট হয়ে যাবে। এ কাজটি এখনই করতে হবে বলে তিনি মনে করেন।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
কৃষকদের নীতি ও আর্থিক সহায়তা দিতে হবে
- আনোয়ার ফারুক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর