সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেছেন, সাইক্লোনের ক্ষতি এড়ানো খুব কঠিন। তবে প্রাণহানির বিষয়টা এড়ানো যায়। যা এবারও সম্ভব হয়েছে। কিন্তু এবার কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বহু ফসল তলিয়ে গেছে। সেই সঙ্গে আম, লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। পোলট্রি, মাছ, পানের বরজ, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই করোনার আঘাতে সারা বিশ্বেই ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হেনেছে। যা উপকূলীয় ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষি ব্যবস্থাকে নাকাল করে দিয়েছে। এতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নীতি ও আর্থিক সহায়তা দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি একথা বলেন। আনোয়ার ফারুক বলেন, যাদের ফসল তলিয়ে গেছে, পুকুর থেকে মাছ চলে গেছে, মাছের ঘের তলিয়ে গেছে- এদের তো নিশ্চয়ই তালিকাও রয়েছে। না হলে দ্রুততম সময়ের মধ্যে এদের একটা তালিকা করে সরকারিভাবে সহায়তা দিতে হবে। একদিকে তাদের ক্ষতি পুষিয়ে দিতে হবে। অন্যদিকে নতুন করে যেন ফসল বুুনতে পারে। মাছের ঘের আবার করতে পারে, এ জন্য সহায়তা দিতে হবে। এতে সরকার চাইলে সার, বীজ, মাছের পোনা, মাছের খাবারসহ অন্যান্য উপকরণও দিতে পারে। আবার নগদ অর্থ দিয়েও সহায়তা করতে পারে। অন্যথায় আমাদের খাদ্য নিরাপত্তার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। ফলে সামনের দিনে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে তাদের নানাভাবে সহায়তা দিতে হবে। আর এই ঝড়ের কারণে গাছ থেকে প্রচুর পরিমাণে আম, লিচু ঝরে পড়েছে। এসব আম ও লিচু পরিবহনে সহায়তা দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে ভোক্তার হাতের কাছে পৌঁছাতে হবে। অন্যথায় সব পচে নষ্ট হয়ে যাবে। এ কাজটি এখনই করতে হবে বলে তিনি মনে করেন।
শিরোনাম
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত