রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

ওয়াইজ ডিসিশন হবে না

-ডা. মো. হানিফ

ওয়াইজ ডিসিশন হবে না

ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. মো. হানিফ বলেছেন, আমরা করোনাভাইরাস সংক্রমণের চূড়ার দিকে যাচ্ছি।

অথচ চূড়ার দিকে যাওয়ার সময় বিভিন্ন অফিস খোলার কথা না। স্কুল-কলেজের বিষয়টি আরও স্পর্শকাতর। এ পরিস্থিতি চলতে থাকলে স্কুল-কলেজ খুলে দেওয়া কোনোভাবেই ওয়াইজ ডিসিশন হবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন তিনি। এ অধ্যাপক আরও বলেন, পরিস্থিতি বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আগাম কোনো সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে বর্তমানে যেভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে চালিয়ে নেওয়া হচ্ছে সেভাবেই চলমান রাখা উচিত। স্কুল-কলেজ খুললে ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে না। তাছাড়া শিক্ষার্থীরা আক্রান্ত হলে তাদের হাসপাতালে ভর্তি করা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে না। এ চিকিৎসক আরও বলেন, অনেক ধনাঢ্য ব্যক্তিরাও অনেক চেষ্টা করে বর্তমান পরিস্থিতিতে যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন না। তিনি বলেন, করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অনেকে অবগত নয়। সবাইকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, বেসরকারি সংস্থাকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার অনুরোধ জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর