মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের নারী ও মানব পাচার চক্রের অন্যতম হোতা আজম খান ওরফে ডন আজিমের একের পর এক চাঞ্চল্যকর কাহিনি বেরিয়ে আসছে। প্রবাসী ব্যবসায়ীদের ফাঁদে ফেলতে আজম খান ‘টোপ’ বানাত দেশ থেকে নিয়ে যাওয়া সুন্দরী নারী ও উঠতি মডেলদের। ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে নিতে প্রবাসী ব্যবসায়ীকে নিঃস্ব করে দিত। অভিযোগ রয়েছে, যাদের দিয়ে ব্যবসায়ীদের শিকার করত সেই নারীদেরও বঞ্চিত করত প্রাপ্য হিস্সা থেকে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান বলেন, ‘জীবনে অনেক খারাপ মানুষের কথা শুনেছি কিন্তু আজম খানের মতো এমন খচ্চরের কথা শুনিনি। বাংলাদেশ থেকে লোকটা নানা প্রলোভন দেখিয়ে মেয়েদের এখানে এনে দেহব্যবসা করতে বাধ্য করত। মাসের পর মাস কাজ করিয়ে কোনো টাকা দিত না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, তার ফাঁদে অনেকে পড়লেও লিখিত কিংবা মৌখিক অভিযোগ হয়েছে মাত্র দু-একটি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ অনুসন্ধানে জানা যায়, আমিরাতের নারী ও মানব পাচার চক্রের হোতা আজম খান সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশি মেলা ও উৎসবের নামে দেশ থেকে সুন্দরী ও উঠতি মডেলদের নিয়ে আসত আমিরাতে। তাদের পাঠিয়ে দেওয়া হতো প্রবাসী ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে। বিনিময়ে ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হতো কাঁড়ি কাঁড়ি টাকা। অনেক ক্ষেত্রে সুন্দরী নারীদের সঙ্গে প্রবাসী ব্যবসায়ীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখত আজম খান সিন্ডিকেট। এরপর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হাতিয়ে নেওয়া হতো কোটি কোটি টাকা। এভাবে আজম খানের সুন্দরী নারীদের টোপে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক ব্যবসায়ী। উঠতি মডেল ছাড়াও গত কয়েক বছরে দেশের বিভিন্ন এলাকা থেকে সংযুক্ত আরব আমিরাতে সহস্রাধিক নারী নিয়েছে আজম সিন্ডিকেট। আমিরাতের দেরা দুবাই, ফুজিরা ও রাস আল খাইমাতে আজম সিন্ডিকেটের কমপক্ষে ১০টি ড্যান্সবার ও হোটেল রয়েছে। এসব ড্যান্সবার ও হোটেলে দেশ থেকে আনা মেয়েদের দেহব্যবসায় খাটানো হতো। টাকা চাইলে এদের ওপর নেমে আসত অমানুষিক নির্যাতন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা জানান, সংযুক্ত আরব আমিরাতে আজম খানের শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। সিন্ডিকেটের সদস্যরাই মূলত প্রবাসী ধনাঢ্য ব্যবসায়ীদের টার্গেট করে নিয়ে আসে আজমের ডেরায়। দুবাই কনস্যুলেট জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান বলেন, ‘ফুজিরা রাজ্যের সিটি টাওয়ার হোটেল থেকে তিন মেয়ে ফোন করে জানায় এক বছর কাজ করার পরও তাদের বেতন দেওয়া হচ্ছে না। তখন আজম খানের বিষয়ে আমরা প্রথম জানতে পাই। পরে পুলিশের সহায়তায় ওই দিন নারীকে উদ্ধার করে বাংলাদেশে পাঠানো হয়।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ