সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত ২ কোটির ঘরে, ২৪ ঘণ্টায় ফের শীর্ষে ভারত

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২ কোটিতে পৌঁছেছে। এদিকে ভারত আবারও একদিনের আক্রান্ত সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিলকে ছাড়িয়ে শীর্ষে উঠেছে। গত শনিবার ২৪ ঘণ্টায় ভারতে নতুন আক্রান্তের সংখ্যা পৌঁছায় ৬৫ হাজার ১৫৬ তে। একই দিনে যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত ছিল ৫৪ হাজার ১৯৯ জন এবং ব্রাজিলে এ সংখ্যা ছিল ৪৬ হাজার ৩০৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মোট মৃত্যু ছিল ৭ লাখ ৩০ হাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছিল ১ লাখ ৬৫ হাজার, ব্রাজিলে ১ লাখ ৫৪৩, মেক্সিকোতে ৫২ হাজার, যুক্তরাজ্যে ৪৬ হাজার ৫৬৬, ভারতে ৪৩ হাজার ৪৯৮, ইতালিতে ৩৫ হাজার ২০৩, ফ্রান্সে ৩০ হাজার ৩২৪। গত শনিবার ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন মৃত্যুর সংখ্যা ছিল ৫ হাজার ৬১২ জন এবং নতুন আক্রান্ত ছিল ২ লাখ ৬২ হাজার ৫৪০ জন। যুক্তরাষ্ট্রে প্রতি ৩৬ জনে একজন আক্রান্ত : করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের প্রতি ৬৬ জন বাসিন্দার মধ্যে একজন আক্রান্ত হয়েছেন বলে জানাচ্ছে রয়টার্সের বিশ্লেষণ। তাদের টালি অনুযায়ী শনিবার দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যায়। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যায়ও শীর্ষে আছে বিশ্বের সবচেয়ে সম্পদশালী  দেশটি। বিশ্বজুড়ে কভিড-১৯ মহামারীতে মোট মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশই ‘সুপার পাওয়ার’ হিসেবে পরিচিত এ দেশটিতে হয়েছে।

ভারতে আক্রান্ত ২১ লাখ পেরিয়েছে : ভারতে ২৪ ঘণ্টার নিরিখে করোনা সংক্রমণ শুক্রবারই প্রথমবার ৬০ হাজারের গন্ডি টপকেছিল। সেই ধারা বহাল থাকে শনিবারও। এ দিন সারা দেশে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হন ৬৫ হাজার ১৫৬ জন। এর ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২১ লাখ ৫৬ হাজার। সারা দেশের করোনা পরিস্থিতিতে উদ্বেগের ছবি ফের একবার উঠে আসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্যে। এতে বলা হয়, শনিবার ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮৭৫ জনের মৃত্যু হয়। এর ফলে সারা দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৩ হাজার ৪৯৮।

সর্বশেষ খবর