শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নেত্রীর সাহসী সিদ্ধান্তে দলে স্বস্তি ফিরেছে

-শামীম হক

নেত্রীর সাহসী সিদ্ধান্তে দলে স্বস্তি ফিরেছে

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের কারণে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। দুর্বৃত্ত ও হাইব্রিডদের হাত থেকে দলকে বাঁচাতে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা দেশের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা দুর্বৃত্তায়নের কবল থেকে দলকে                 মুক্ত করায় আওয়ামী লীগসহ ফরিদপুরবাসী অত্যন্ত খুশি। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, হাইব্রিডদের দাপটের কারণে দলের সিনিয়র নেতারা রাজনীতি ছেড়ে নিষ্ক্রিয় ছিলেন। ত্যাগী, পরীক্ষিত নেতাদের ওপর একের পর এক হামলা-মামলা, নির্যাতন আর অপমান-লাঞ্ছনার কারণে অনেকেই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। জীবন বাঁচাতে অনেকেই ফরিদপুর ছেড়ে ঢাকায় অবস্থান নিতে বাধ্য হন। শামীম হক আরও বলেন, দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানে শহর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক আটক রয়েছেন। তাদের দল থেকে বের করে দেওয়া হয়েছে। যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিল হয়েছে। বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে। শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলোকেও হাইব্রিডমুক্ত করা হবে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী নভেম্বরে। যারা রাজপথে থেকে লড়াই-সংগ্রাম করেছেন, যাদের নামে কোনো কলঙ্ক নেই তারাই নেতৃত্বে আসুক তা-ই চায় ফরিদপুরবাসী। শামীম হক বলেন, শুধু করোনা ও বন্যাই নয়, বিভিন্ন দুর্যোগে জেলা আওয়ামী লীগ সব সময়ই জনগণের পাশে থেকেছে। এবারও করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। আমি আমার নিজের এবং দলের পক্ষ থেকে করোনা, বন্যা-ভাঙনে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এ ছাড়া শোক দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সে টাকায় ৩ হাজার পরিবারে চাল, ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর