ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের কারণে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। দুর্বৃত্ত ও হাইব্রিডদের হাত থেকে দলকে বাঁচাতে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা দেশের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা দুর্বৃত্তায়নের কবল থেকে দলকে মুক্ত করায় আওয়ামী লীগসহ ফরিদপুরবাসী অত্যন্ত খুশি। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, হাইব্রিডদের দাপটের কারণে দলের সিনিয়র নেতারা রাজনীতি ছেড়ে নিষ্ক্রিয় ছিলেন। ত্যাগী, পরীক্ষিত নেতাদের ওপর একের পর এক হামলা-মামলা, নির্যাতন আর অপমান-লাঞ্ছনার কারণে অনেকেই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। জীবন বাঁচাতে অনেকেই ফরিদপুর ছেড়ে ঢাকায় অবস্থান নিতে বাধ্য হন। শামীম হক আরও বলেন, দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানে শহর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক আটক রয়েছেন। তাদের দল থেকে বের করে দেওয়া হয়েছে। যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিল হয়েছে। বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে। শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলোকেও হাইব্রিডমুক্ত করা হবে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী নভেম্বরে। যারা রাজপথে থেকে লড়াই-সংগ্রাম করেছেন, যাদের নামে কোনো কলঙ্ক নেই তারাই নেতৃত্বে আসুক তা-ই চায় ফরিদপুরবাসী। শামীম হক বলেন, শুধু করোনা ও বন্যাই নয়, বিভিন্ন দুর্যোগে জেলা আওয়ামী লীগ সব সময়ই জনগণের পাশে থেকেছে। এবারও করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। আমি আমার নিজের এবং দলের পক্ষ থেকে করোনা, বন্যা-ভাঙনে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এ ছাড়া শোক দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সে টাকায় ৩ হাজার পরিবারে চাল, ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ