সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিচারপতির শূন্য পদ নিয়ে বিভক্ত ট্রাম্প-বাইডেন

সাইফ ইমন

বিচারপতির শূন্য পদ নিয়ে বিভক্ত ট্রাম্প-বাইডেন

মার্কিন নির্বাচনকে ঘিরে সবার চোখ এখন ৩ নভেম্বরের দিকে। এতে নির্ধারিত হবে ক্ষমতাসীন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের ভাগ্য। চলছে নির্বাচনী প্রচারণা।

এদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বডার গিন্সবার্গের মৃত্যু আমেরিকার নির্বাচনী রাজনীতিতে নিয়ে এসেছে নতুন মোড়! কারণ এরই মধ্যে সুপ্রিম কোর্টে রক্ষণশীলরাই সংখ্যাগরিষ্ঠ অবস্থানে আছে। তার ওপর ট্রাম্প আগে থেকেই রক্ষণশীল বিচারকদের তালিকা ঘোষণা করে রেখেছেন। আরেক দফায় রক্ষণশীল বিচারপতি বসলে আগামী কয়েক দশক ধরে সর্বোচ্চ আদালতের আদর্শিক ভারসাম্য হেলে পড়বে একচ্ছত্রভাবে রক্ষণশীলদের দিকে। ব্রিটেনের প্রভাবশালী ম্যাগাজিন ইকোনমিস্টের এক নিবন্ধে এমনটাই বলা হয়েছে। এখন ঝুঁকি না নিয়েই রিপাবলিকান দল নির্বাচনের আগে নতুন বিচারপতি নিয়োগ সম্পন্ন করতে চেষ্টা করবে। রিপাবলিকান মিচ ম্যাককনেল বলেছেন, প্রেসিডেন্টের মনোনয়নের পক্ষে নির্বাচনের আগেই সিনেটে ভোট সম্ভব। এদিকে ডেমোক্র্যাটিক দল নির্বাচন পর্যন্ত নতুন বিচারপতির নিয়োগ ঠেকিয়ে রাখতে চাইছে। ৮৭ বছর বয়সে গত ১৮ সেপ্টেম্বর বিচারপতি রুথ বডার গিন্সবার্গের মরদেহ কফিনে রাখার আগেই বিচারপতির শূন্য পদ নিয়ে বিতর্ক শুরু হয় দুই পক্ষের মধ্যে। মিসিগানের পর ওহাও সফরে ট্রাম্প : গত সপ্তাহে মিশিগানে ট্রাম্প নির্বাচনী শোভাযাত্রা করেন। আজ ওহাইও অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তিনি। ওহাইওর সোয়ানটনের ১১৭৭৭ ওয়েস্ট এয়ারপোর্ট সার্ভিস রোডে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই নির্বাচনী শোভাযাত্রা শুরু হবে। চলতি বছরের ৯ জানুয়ারি টলেডোতে প্রথম নির্বাচনী শোভাযাত্রা করেছিলেন ট্রাম্প। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প ওহাইওতে বড় ব্যবধানে প্রায় ৮ শতাংশ বেশি ভোটে জিতেছিলেন। কিন্তু জো বাইডেনের সঙ্গে এবার কঠোর লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর