মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলাম

-নিজাম উদ্দিন হাজারী

দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলাম

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে দলীয় ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত ছিলাম। আমার দলীয় প্রত্যেকটি নেতা-কর্মী ও সব জনপ্রতিনিধি মানুষের পাশে ছিল এবং আছে। করোনাকালে আমি ব্যক্তিগত তহবিল থেকে ২ লাখ ২৫ হাজার মানুষকে সহযোগিতা করেছি। তিনি বলেন, রোজা ও ঈদ উপলক্ষে অসহায় মানুষের কাছে সাহায্য সহযোগিতা পাঠিয়েছি। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি প্রতিটি মসজিদের ইমাম-মোয়াজ্জিনের কাছেও সাহায্য সহযোগিতা পাঠিয়েছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ পুরোহিত যারা আছেন তাদের সবাইকে উপহার সামগ্রী দিয়েছি। এসব কাজে জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ের কমিটির সদস্যরাও নিরলসভাবে কাজ করেছেন। নিজাম হাজারী বলেন, কর্মহীন মানুষের পাশে আওয়ামী লীগ যেভাবে ভালোবাসার উপহার বা মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে তা নজিরবিহীন। প্রত্যেক জনপ্রতিনিধি ও আমার দলীয় নেতা-কর্মীরা তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অসহায় মানুষের প্রতি। ভবিষ্যতেও সবাই মাঠে থেকে অসহায় মানুষের সহযোগিতা করব। এ ছাড়া আলাউদ্দিন নাসিমও দফায় দফায় অসহায় কর্মহীন মানুষের কাছে ত্রাণসামগ্রী তুলে দিয়েছেন। ফেনীর ডায়াবেটিস হাসপাতালে দুটি আইসিইউর ব্যবস্থা করা ছাড়াও ফেনী জেনারেল হাসপাতালে হাই-ফ্লো অক্সিজেন সিলিন্ডার দিয়ে তিনি করোনা রোগীদের চিকিৎসায় হাত বাড়িয়ে দিয়েছেন।

সর্বশেষ খবর