রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর পাশে ছিল আওয়ামী লীগ

-হাজী মো. মুছা মাতব্বর

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর পাশে ছিল আওয়ামী লীগ

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, রাঙামাটিতে করোনার সময় চরম সংকট তৈরি হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ চরম খাদ্য সংকটে পড়ে। সরকারের পক্ষ থেকে তাদের খাদ্য সহায়তা পৌঁছে দিতে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে কাজ করেছে। করোনার ভয়কে জয় করে পাহাড়ি বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। যে কারণে পাহাড়ের মানুষ এ করোনা সমস্যায় খাদ্য সংকটে পড়েনি। তিনি আরও বলেন,  সংসদ সদস্য দীপংকর তালুকদার সরকারি ও নিজ উদ্যোগে পাহাড়ে প্রত্যন্ত ও দুর্গম উপজেলাগুলোয় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। শুধু সহায়তা নয়, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। আর ছাত্রলীগ, যুবলীগ,  মহিলা আওয়ামী লীগ করোনায় জনসচেতনতার লক্ষ্যে প্রচার-প্রচারণায় কাজ করেছে। মানুষকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছে। এ ছাড়া দল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলের সব কমিটির মেয়াদোত্তীর্ণ। করোনার কারণে কোনো সম্মেলন হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলেও কমিটি গঠনের কাজ শুরু করবে জেলা আওয়ামী লীগ। অঙ্গ সংগঠনগুলো গুছিয়ে আনা হবে। তবে কমিটির মেয়াদ না থাকলেও দলে শৃঙ্খলা এখনো অক্ষণœ রয়েছে। সবাই যার যার অবস্থান থেকে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর