শিরোনাম
রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সংকটে হাল ছাড়েনি বিএনপি

-মো. শাহ আলম

সংকটে হাল ছাড়েনি বিএনপি

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেছেন, ক্ষমতায় না থাকলেও হাল ছাড়েনি বিএনপি।

পাহাড়ের মানুষের পাশে ছিল করোনার সংকটে। দল ও নিজ নিজ অবস্থান থেকে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খাদ্য সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতো বিএনপির নেতা-কর্মীদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা ছিল না। কিন্তু দুর্যোগে বিএনপির নেতা-কর্মীরা বন্ধুর পরিচয় দিয়েছে। দল নয়, মানুষের জন্য করোনা মহামারীতে ঘরে বসে থাকেনি বিএনপির নেতা-কর্মীরা। নিজেদের পকেটের টাকা দিয়ে পাহাড়ের দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙাদির ঘরে ঘরে বিনামূল্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পাহাড়ের দরিদ্র কৃষকদের ধান কেটে দিয়েছে ছাত্রদল, যুবদল। কর্মীদের মধ্যে যার যেমন সাধ্য ছিল তাই নিয়ে মানুষের কল্যাণে এগিয়ে এসেছিল। পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে করোনা সম্পর্কে সচেনত করেছে মহিলা দলও।

বিএনপির কমিটি গঠনে বিষয়ে তিনি বলেন, বিএনপি দলীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। সাংগঠনিক মিটিংয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে অঙ্গ সংগঠনগুলোর। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে বিএনপির কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। তবে দীর্ঘ দিন ধরে ক্ষমতায় না থাকার কারণে নানা সংকট তৈরি হয়েছে দলের অভ্যন্তরে। ক্ষমতায় ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে। কারণ বিএনপির বেশির ভাগ কর্মী বেকার। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সব দখলে। সরকারের ছত্র-ছায়ায় নিজেদের আখের গুছিয়েছে দলীয় নেতা-কর্মীরা। তাই একেবারে কোণঠাসা রাঙামাটি জেলা বিএনপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর