এবারও ভোট হচ্ছে না প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএতে। সংগঠনটির সাবেক সিনিয়র সহসভাপতি ও জায়ান্ট গ্রুপের কর্ণধার ফারুক হাসান পরবর্তী সভাপতি হচ্ছেন- এ কথা মালিকদের মুখে মুখে। আগামী মার্চের শেষ সপ্তাহে এ নির্বাচন ঘিরে ফারুক হাসানের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ব্যাপক তৎপর। তার প্যানেলের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে মালিকদের আরেক পক্ষ আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বাধীন ফোরাম। তথ্য সংশ্লিষ্ট সূত্রের। জানা গেছে, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি ড. রুবানা হকের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিলে। তিনি সভাপতি হয়েছিলেন মালিকদের দুই পক্ষ সম্মিলিত পরিষদ ও ফোরামের সমঝোতায়। এর আগে সংগঠনটির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানও সমঝোতার মাধ্যমেই সভাপতি হন। এতে ভোটবঞ্চিত হন মালিকরা। তবে সমঝোতা অব্যাহত থাকায় মালিকদের তৃতীয় পক্ষ স্বাধীনতা পরিষদের সৃষ্টি হয় গত নির্বাচনে। এ পরিষদকে মোকাবিলা করেই জয় পায় সম্মিলিত পরিষদ ও ফোরামের যৌথ প্রার্থী ড. রুবানা হকের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ। বিজিএমইএতে দীর্ঘদিন পরিচালনা পর্ষদে নেতৃত্ব দিয়ে আসছে সম্মিলিত পরিষদ ও ফোরাম। বর্তমানে সম্মিলিত পরিষদের সভাপতি হিসেবে রয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। আর ফোরামের সভাপতি হিসেবে রয়েছেন সংগঠনটির আরেক সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। তৃতীয় পক্ষ স্বাধীনতা পরিষদের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিন পক্ষ নির্বাচনের প্রস্তুতি নিলেও চূড়ান্তভাবে ভোটের বদলে আবারও সমঝোতার আভাস মিলেছে নেতাদের কথায়। জানা গেছে, বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও ছয় মাস থাকতেই পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে সংগঠনটির বড় নির্বাচনী জোট ‘সম্মিলিত পরিষদ’। ২৪ অক্টোবর উত্তরায় জায়ান্ট গ্রুপের কার্যালয়ে সম্মিলিত পরিষদের মতবিনিময় সভায় ফারুক হাসানকে সভাপতি পদে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাবেক সভাপতি টিপু মুনশি, কুতুবউদ্দিন আহমেদ, মোস্তফা গোলাম কুদ্দুস, আবদুস সালাম মুর্শেদী, শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। জানা গেছে, ওই সভায় বর্তমান পরিচালনা পর্ষদের ওপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন সম্মিলিত পরিষদের শীর্ষ নেতারা। তারা বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করেন। তবু ফোরামের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা চলছে। সমঝোতা না হলে বর্তমান সভাপতি রুবানা হককে আবারও প্যানেল লিডার করতে চায় ফোরাম। তার বিকল্প হিসেবে আছেন বর্তমান সহসভাপতি ফয়সাল সামাদ। এ প্রসঙ্গে জানতে চাইলে ফোরাম সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে সমঝোতার ধারাবাহিকতা রক্ষার উদ্যোগ আছে। এটা আগামী দু-এক সপ্তাহের মধ্যে সাবেক সভাপতিরা মিলে চূড়ান্ত করব।’ তবে সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী ফারুক হাসান গতকাল বলেন, ‘আমি চাই নির্বাচন হোক সুন্দরভাবে। ভোটের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের দায়িত্বশীলতা থাকে। আমার প্যানেলে দ্বিতীয় প্রজম্মের তরুণ ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেব।’ সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের লোকজন বিরক্ত। একচেটিয়া নেতৃত্ব ঠিক নয়। তাই আমরা মনে করি নির্বাচন হওয়া উচিত।’ তবে পরে সমঝোতা হয় কিনা তাও দেখার বিষয় বলে মনে করেন এই নেতা। সম্মিলিত পরিষদের আরেক নেতা, বিজিএমইএর সাবেক সহসভাপতি শহিদুল আজিম গতকাল বলেন, ‘আগামী বছর মার্চের শেষ সপ্তাহ কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার কথা। আমরা নির্বাচনের পক্ষে। নির্বাচন ছাড়া জিতলে কেউ দাম দেয় না।’
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা