পার্সেলযোগে অভিনব পন্থায় নিউইয়র্কে ইয়াবা পাচারের ঘটনায় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা হলেন- নাহিদ পারভেজ তাহিন, মিজানুর রহমান জুয়েল, মোহাম্মদ ইমাম হোসেন খান রাহাত ও মোহাম্মদ রাজীব হাওলাদার। রবিবার রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাদক বেচাকেনার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।
ডিএমপির খিলগাঁও জোনের এসি জুলফিকার আলী জানান, গ্রেফতারকৃত চারজন সম্প্রতি কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে পার্সেল আকারে আনীত ইয়াবার চালান ঢাকা থেকে সংগ্রহ করে। সংগৃহীত ইয়াবার চালান রবিবার নিউইয়র্কে পাঠানোর উদ্দেশে জিপিও-তে জমা দেওয়ার বিষয় স্বীকার করে। অভিযুক্তদের তথ্যের ভিত্তিতে জিপিও কর্তৃপক্ষের সহযোগিতায় ওই পার্সেলটি শনাক্ত করা হয়। জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই পার্সেল খোলা হয়। পার্সেলের মধ্যে দুটি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাইয়ের ভিতর ফাঁকা জায়গায় পলিথিন দিয়ে অভিনব পন্থায় প্যাকিং করা ২ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা মাদকের ক্রেতা বিক্রেতাদের সম্পর্কে তথ্য দিয়েছে।