বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নগরবাসীর প্রত্যাশা অনেক

-ড. অনুপম সেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরবাসীর প্রত্যাশা অনেক

দেশের বরেণ্য সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, জনগণের ভোটে যিনি চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচিত হবেন তার প্রধান কাজ হবে পরিবেশবান্ধব বাসযোগ্য নগর উপহার দেওয়া। অন্য সরকারি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করে নগর উন্নয়নে পরিকল্পিত উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানে চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার অন্যতম বাণিজ্যিক হাব। এক দিন চট্টগ্রাম সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম নগর উন্নয়নের প্রতিটি বিষয় হতে হবে সুপরিকল্পিত। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, একসময় চট্টগ্রাম শহর ছিল অপূর্ব ও নান্দনিক। ১৯৫০ সালে নগরের বাসিন্দা ছিলেন দুই লাখের মতো। বড় বড় পুকুর, দিঘি ও নানা জাতের বৃক্ষের সমারোহ ছিল। পাকিস্তান আমলেই পাহাড়-টিলায় সুশোভিত চট্টগ্রামের কিছু পাহাড় অপরিকল্পিতভাবে কাটা শুরু হয়। ফলে তখন থেকেই কিছুটা জলাবদ্ধতা দেখা দেয়। ষাটের দশকের শেষে কয়েকটি ঝড়ে বড় বড় অনেক গাছপালা উপড়ে পড়ে থাকে। তাতে জলাবদ্ধতা আরও বেড়ে যায়। ধীরে ধীরে শহরের পরিধি ও মানুষ বাড়তে থাকে। এতে পুকুর-জলাশয়-দিঘি সব ভরাট হতে থাকে। দুঃখের বিষয়, অপরিকল্পিত পাহাড় কাটা এখনো থামেনি। অপরিকল্পিত অবকাঠামো স্থাপনের কারণে এই শহর ধীরে ধীরে তার স্বকীয়তা এবং বাসযোগ্যতা হারায়। ড. অনুপম সেন বলেন, পরিচ্ছন্নতা রক্ষায় তৎকালীন সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী বিভিন্ন পরিকল্পনা নিয়েছিলেন। তাতে পুরোপুরি সফল না হলেও অনেকটাই এগিয়ে যায়। তিনি বৃক্ষমেলা শুরু করেছিলেন নগরের সবুজায়ন ফিরিয়ে আনতে। এভাবে পরিবেশবান্ধব পরিকল্পনা এবং দূরদর্শিতা থাকতে হবে নির্বাচিত মেয়রের। কারণ, চট্টগ্রামের মতো পাহাড়-নদী-সমুদ্রের মতো শহর বিশ্বে খুব কমই আছে। একে বাসযোগ্য করে তোলাই হবে নগর মেয়রের কাজ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর