চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) শিক্ষা ও স্বাস্থ্যের শহর হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিনা জাকারিয়া। তিনি বলেছেন, বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে চট্টগ্রামের শিক্ষা-স্বাস্থ্য খাত অনেক পিছিয়ে আছে। তাই চট্টগ্রামের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল এবং সেবাবান্ধব করতে হবে। আসন্ন চসিক নির্বাচন নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে সেবা সংস্থাগুলোর সমন্বয় অতি জরুরি। কিন্তু বর্তমানে সেবা সংস্থাগুলোর সমন্বয় দেখা যায় না। বরং নানা ক্ষেত্রে সমন্বয়হীনতা বিরাজমান। তদুপরি নগরের নির্দিষ্ট আটটি সেবা সংস্থার প্রশাসনিক, আর্থিক ও আনুষঙ্গিক বিষয়গুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আমালে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগকে অনেক বেশি বিস্তৃত করা হয়েছিল। তাঁর সেই উদ্যোগগুলোকে আরও সম্প্রসারণ করা সময়ের দাবি। কারণ এরই মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সুনাম চট্টগ্রামসহ সারা দেশেই প্রশংসিত হয়েছে। তিনি উল্লেখ করেন, আমরা চাই, সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধহীন, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছতা ও জবাবদিহীমূলক হবে। এ ব্যাপারে প্রার্থী, রাজনৈতিক দল, ভোটারসহ দায়িত্বশীল সংশ্লিষ্ট সবাইকেই দায়িত্বশীল হতে হবে। তাছাড়া নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি নিয়ে আমরা যত বেশি সচেতন ও সতর্ক হব, নির্বাচনও তত বেশি অর্থবহ হবে। তিনি বলেন, অর্থবহ একটি নগর প্রতিষ্ঠা, টেকসই ও সমৃদ্ধ উন্নয়ন করতে প্রতিটি রাজনৈতিক দলকেই দায়িত্বশীল আচরণ করা উচিত। একই সঙ্গে নগরে বিদ্যমান সেবা সংস্থাগুলোর সমন্বয়ও জরুরি। তা হলেই একটি সমৃদ্ধ নগর গড়া তোলা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, চট্টগ্রামের উন্নয়নে সরকার আন্তরিক। অতীতের চেয়ে বর্তমানে চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। জলাবদ্ধ নিরসনে মেগা প্রকল্পটি তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা চাই, চলমান সব বড় প্রকল্পের যথা সময়ে এবং কাজের সর্বোচ্চ মান রক্ষা করে বাস্তবায়ন করা হলে, আমরা সমৃদ্ধ এবং অন্যরকম এক চট্টগ্রাম দেখব।
শিরোনাম
- বাগেরহাটে ভারতীয় নাগরিককে এনআইডি দেওয়ার অভিযোগ, দুদকের মামলা
- রাতের আঁধারে কুপিয়ে জখম, আরো একজন মারা গেছেন
- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী
- পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
- পাকিস্তানে হামলা: কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত
- ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক
- কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- কেন মধ্যপ্রাচ্য দিয়ে বিদেশ সফর শুরু করলেন ট্রাম্প?
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরবের সাথে ‘১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি’ হচ্ছে যুক্তরাষ্ট্রের
- পুশইন করা ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, ৩ ভারতীয়কে আদালতে প্রেরণ
- নাগরপুরে ইউপি চেয়ারম্যান শওকত আলী গ্রেফতার
- রাজশাহী নার্সিং কলেজে দু’পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
- ভারতের সাথে সংঘর্ষে ১১ সেনাসহ ৫১ জন নিহত : পাকিস্তান সেনাবাহিনী
- মাদারীপুরে হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
- ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে না রোহিত-কোহলিকে
- ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০