বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

জনপ্রতিনিধি দিয়েই নাগরিক প্রত্যাশা পূরণ হয়

-ডা. নাসির উদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জনপ্রতিনিধি দিয়েই নাগরিক প্রত্যাশা পূরণ হয়

নির্বাচন কমিশন করোনাকালেও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণাকে সাধুবাদ জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেছেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগর। বাণিজ্যিক নগর হিসেবে খ্যাত চট্টগ্রামে নির্বাচিত জনপ্রতিনিধি থাকা জরুরি। কারণ খন্ডকালীন কাউকে দিয়ে প্রত্যাশিত অনেক কাজই হয় না। নির্বাচিত জনপ্রতিনিধি দিয়েই নাগরিক প্রত্যাশা পূরণ হয়। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনটা সম্পন্ন করা যায়। কারণ ইতিমধ্যে আমাদের চেয়ে অনেক বেশি করোনা আক্রান্ত দেশ আমেরিকা ও কোরিয়ায় জাতীয় নির্বাচন হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, চসিক মহানগরের সামগ্রিক উন্নয়ন সাধন এবং সমন্বয় করে থাকে। ফলে এ সংস্থাটির কাছে নগরবাসীর প্রত্যাশা অনেক বেশি। নগরের উন্নয়ন ও সেবায় বিষয়ভিত্তিক সংস্থা আছে। কিন্তু উন্নয়নের প্রধান কাজটিই করে থাকে সিটি করপোরেশন। আর এই করপোরেশনের প্রধান কর্তা হন একজন নির্বাচিত মেয়র। তদুপরি মেয়রকে নির্বাচিত করেন ভোটাররা। ফলে সিটি করপোরেশন নির্বাচন এবং নির্বাচিত মেয়র অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ফলে নির্বাচনে যোগ্য ও জনবান্ধব প্রতিনিধিই আমাদের প্রত্যাশা। অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ আরও বলেন, চট্টগ্রাম সিটির মেয়র পদের সঙ্গে জাতীয় অর্থনৈতিক উন্নয়নের একটা বড় সম্পর্ক রয়েছে। কারণ চট্টগ্রামে অবস্থিত দেশের অর্থনীতির হৃৎপিন্ড বন্দর এবং কাস্টম হাউস। দেশের অর্থনীতির গতির চাকা সচল রাখতে সিটি মেয়রের ভূমিকাও থাকে। ফলে এই নির্বাচন নগরবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর