চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, প্রশাসন সম্পর্কে অনভিজ্ঞ অদক্ষ কারও হাতে সিটি গভর্নমেন্টের ক্ষমতা দেওয়া উচিত নয়। তা নিরাপদও নয়। অদক্ষ মানুষের হাতে ক্ষমতা গেলে ক্ষমতার আগুন সর্বত্র লাগিয়ে দিতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মীর নাসির বলেন, ‘সরকার বরাদ্দ নিয়ে উদার হলেও চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) এখনো নানা সংকট আছে। চসিককে দুর্নীতিমুক্ত রাখতে হলে ব্যক্তিগত সততা, স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রয়োজন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘১৯৯১-৯৩ সাল পর্যন্ত আমার ৩১ মাসের মেয়াদকালে ৩১ পয়সারও অনিয়ম ছিল না। এর ক্রেডিট শুধু আমার নিজের নয়। সে সময়ে গড়া ‘সর্বদলীয় উপদেষ্টা কমিটিসহ নগরবাসীর।’ তিনি বলেন, সেই উপদেষ্টা কমিটিতে আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন চৌধুরী, জাসদের শাহজাহানসহ ৩০ জনকে মনোনীত করা হয়। তাঁদের পরামর্শেই সামগ্রিক কর্মকান্ড পরিচালিত হতো। আসন্ন চসিক নির্বাচন প্রসঙ্গে সাবেক এই মেয়র বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সমান সুযোগ প্রদান করাই নির্বাচন। নির্বাচন মানে প্রহসন নয়। আশা করি সরকার প্রহসনের দিকে যাবে না। জনগণ যাকে ভোট দেয়, তিনিই মেয়র নির্বাচিত হবেন। তিনি বলেন, মেয়র পদ উপভোগের চেয়ারে বসা নয়, ক্ষমতার স্বাদ নেওয়া নয়, নাগরিকদের সহযোগিতা করার জন্য ‘নগর কর্মী’ হওয়া। সিটি গভর্নমেন্টের কথা বলতে গিয়ে তিনি সময়ের ব্যবধানের কথা উল্লেখ করে বলেন, চট্টগ্রামের নগর পুলিশ কমিশনার স্যালুট করার মতো একজন মেয়র দরকার। তবেই সিটি গভর্নমেন্ট কার্যকর হওয়ার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করা যেতে পারে। অন্য একাধিক নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি ভোটেও কারচুপির অভিযোগ বিএনপির তরফ থেকে আসছে কিনা কিংবা এ ধরনের কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে মীর নাছির বলেন, অতীতে ভোট কেড়ে নেওয়ার যে প্রবণতা তার ধারাবাহিকতায় শঙ্কা আছে। মীর নাছির বলেন, বিএনপির জনসমর্থন আছে। কিন্তু বাহিনী নেই। সরকার টিকে আছে বাহিনীর ওপর।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
অদক্ষ অনভিজ্ঞের হাতে সিটি গভর্নমেন্ট নিরাপদ নয়
-মীর নাছির উদ্দিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর