চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, প্রশাসন সম্পর্কে অনভিজ্ঞ অদক্ষ কারও হাতে সিটি গভর্নমেন্টের ক্ষমতা দেওয়া উচিত নয়। তা নিরাপদও নয়। অদক্ষ মানুষের হাতে ক্ষমতা গেলে ক্ষমতার আগুন সর্বত্র লাগিয়ে দিতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মীর নাসির বলেন, ‘সরকার বরাদ্দ নিয়ে উদার হলেও চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) এখনো নানা সংকট আছে। চসিককে দুর্নীতিমুক্ত রাখতে হলে ব্যক্তিগত সততা, স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রয়োজন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘১৯৯১-৯৩ সাল পর্যন্ত আমার ৩১ মাসের মেয়াদকালে ৩১ পয়সারও অনিয়ম ছিল না। এর ক্রেডিট শুধু আমার নিজের নয়। সে সময়ে গড়া ‘সর্বদলীয় উপদেষ্টা কমিটিসহ নগরবাসীর।’ তিনি বলেন, সেই উপদেষ্টা কমিটিতে আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন চৌধুরী, জাসদের শাহজাহানসহ ৩০ জনকে মনোনীত করা হয়। তাঁদের পরামর্শেই সামগ্রিক কর্মকান্ড পরিচালিত হতো। আসন্ন চসিক নির্বাচন প্রসঙ্গে সাবেক এই মেয়র বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সমান সুযোগ প্রদান করাই নির্বাচন। নির্বাচন মানে প্রহসন নয়। আশা করি সরকার প্রহসনের দিকে যাবে না। জনগণ যাকে ভোট দেয়, তিনিই মেয়র নির্বাচিত হবেন। তিনি বলেন, মেয়র পদ উপভোগের চেয়ারে বসা নয়, ক্ষমতার স্বাদ নেওয়া নয়, নাগরিকদের সহযোগিতা করার জন্য ‘নগর কর্মী’ হওয়া। সিটি গভর্নমেন্টের কথা বলতে গিয়ে তিনি সময়ের ব্যবধানের কথা উল্লেখ করে বলেন, চট্টগ্রামের নগর পুলিশ কমিশনার স্যালুট করার মতো একজন মেয়র দরকার। তবেই সিটি গভর্নমেন্ট কার্যকর হওয়ার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করা যেতে পারে। অন্য একাধিক নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি ভোটেও কারচুপির অভিযোগ বিএনপির তরফ থেকে আসছে কিনা কিংবা এ ধরনের কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে মীর নাছির বলেন, অতীতে ভোট কেড়ে নেওয়ার যে প্রবণতা তার ধারাবাহিকতায় শঙ্কা আছে। মীর নাছির বলেন, বিএনপির জনসমর্থন আছে। কিন্তু বাহিনী নেই। সরকার টিকে আছে বাহিনীর ওপর।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
অদক্ষ অনভিজ্ঞের হাতে সিটি গভর্নমেন্ট নিরাপদ নয়
-মীর নাছির উদ্দিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর