চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, প্রশাসন সম্পর্কে অনভিজ্ঞ অদক্ষ কারও হাতে সিটি গভর্নমেন্টের ক্ষমতা দেওয়া উচিত নয়। তা নিরাপদও নয়। অদক্ষ মানুষের হাতে ক্ষমতা গেলে ক্ষমতার আগুন সর্বত্র লাগিয়ে দিতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মীর নাসির বলেন, ‘সরকার বরাদ্দ নিয়ে উদার হলেও চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) এখনো নানা সংকট আছে। চসিককে দুর্নীতিমুক্ত রাখতে হলে ব্যক্তিগত সততা, স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রয়োজন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘১৯৯১-৯৩ সাল পর্যন্ত আমার ৩১ মাসের মেয়াদকালে ৩১ পয়সারও অনিয়ম ছিল না। এর ক্রেডিট শুধু আমার নিজের নয়। সে সময়ে গড়া ‘সর্বদলীয় উপদেষ্টা কমিটিসহ নগরবাসীর।’ তিনি বলেন, সেই উপদেষ্টা কমিটিতে আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন চৌধুরী, জাসদের শাহজাহানসহ ৩০ জনকে মনোনীত করা হয়। তাঁদের পরামর্শেই সামগ্রিক কর্মকান্ড পরিচালিত হতো। আসন্ন চসিক নির্বাচন প্রসঙ্গে সাবেক এই মেয়র বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সমান সুযোগ প্রদান করাই নির্বাচন। নির্বাচন মানে প্রহসন নয়। আশা করি সরকার প্রহসনের দিকে যাবে না। জনগণ যাকে ভোট দেয়, তিনিই মেয়র নির্বাচিত হবেন। তিনি বলেন, মেয়র পদ উপভোগের চেয়ারে বসা নয়, ক্ষমতার স্বাদ নেওয়া নয়, নাগরিকদের সহযোগিতা করার জন্য ‘নগর কর্মী’ হওয়া। সিটি গভর্নমেন্টের কথা বলতে গিয়ে তিনি সময়ের ব্যবধানের কথা উল্লেখ করে বলেন, চট্টগ্রামের নগর পুলিশ কমিশনার স্যালুট করার মতো একজন মেয়র দরকার। তবেই সিটি গভর্নমেন্ট কার্যকর হওয়ার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করা যেতে পারে। অন্য একাধিক নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি ভোটেও কারচুপির অভিযোগ বিএনপির তরফ থেকে আসছে কিনা কিংবা এ ধরনের কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে মীর নাছির বলেন, অতীতে ভোট কেড়ে নেওয়ার যে প্রবণতা তার ধারাবাহিকতায় শঙ্কা আছে। মীর নাছির বলেন, বিএনপির জনসমর্থন আছে। কিন্তু বাহিনী নেই। সরকার টিকে আছে বাহিনীর ওপর।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
অদক্ষ অনভিজ্ঞের হাতে সিটি গভর্নমেন্ট নিরাপদ নয়
-মীর নাছির উদ্দিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর